আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তার দেশ থেকে সংখ্যালঘু ইহুদি নামধারী কিছু টাইগ্রে বিদ্রোহীদের সরিয়ে নেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে টেলিফোন করে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে তারা আসলে টাইগ্রে বিদ্রোহী এবং যুদ্ধাপরাধী।
বার্তা সংস্থা আল-কুদস আল-আরাবি জানিয়েছে, টেলিফোনালাপে আবি আহমেদ ব্যাপকভাবে উত্তেজিত হয়ে যান এবং বেনেতের সঙ্গে ধমকের সুরে কথা বলেন। তিনি বলেন, যাদের অভিবাসনের নামে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে তারা টাইগ্রে গণহত্যায় জড়িত ছিল। ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। এ ধরনের যুদ্ধাপরাধীদের ইসরায়েলে আশ্রয় দেয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানান।
একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের ১৩ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, গত বছর ইথিওপিয়ার যেসব ইহুদিকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে অন্তত চারজন টাইগ্রে গণহত্যায় জড়িত বিদ্রোহী কর্মকর্তা। এর আগে ইসরায়েলি দৈনিক হারেতজ জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে যাদের টাইগ্রে অঞ্চল থেকে গোপনে ইসরায়েলে আনা হয় তাদের অনেকে ইহুদি ধর্মাবলম্বীই নয়।
উল্লেখ্য, ইসরায়েলে ইথিওপিয়া থেকে আগত এক লাখ ৪০ হাজার ইহুদি অভিবাসী রয়েছে। এদের মধ্যে ৮০ হাজারকে আনা হয় ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সময়ের মধ্যে।
আকাশ নিউজ ডেস্ক 



















