অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রীবাস খাঁ (৪০) ও নাজমা বেগম (৩০) নামে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, চরকুশলী গ্রামের নজরুল শেখ তার বাড়িতে পানির মটরের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় তার স্ত্রী নাজমা বেগম চিৎকার করে স্বামীকে ছাড়াতে গেলে সেও তারে জড়িয়ে যায়। পরে প্রতিবেশি শ্রীবাস খাঁ তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শ্রীবাস খাঁ ও নাজমা বেগমকে মৃত বলে ঘোষনা করেন। আহত নজরুল শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবির হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























