ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাতিজা এরিককে ‘অস্বাভাবিক’ ও ‘শিশু’ বললেন জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান নেতৃত্বকে অবৈধ বলে জাতীয় পার্টিতে নতুন কমিটি ঘোষণা দিয়েছেন এরশাদপুত্র এরিক। ভাতিজা এরিকের কমিটি ঘোষণার জবাব দিতে গিয়ে চাচা জিএম কাদের বলেছেন, ‘সুস্থ ও স্বাভাবিক নয়, এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না।’

জিএম কাদেরের দাবি, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ উদ্বোধন শেষে জি এম কাদের এসব বলেন।

এসময় এরিকের ঘোষণা দেয়া কমিটির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন জিএম কাদের।

বুধবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে জাপার চেয়ারম্যানকে অবৈধ বলে দাবি করে নতুন একটি কমিটির প্রস্তাব করেন এরিক এরশাদ। ওই কমিটিতে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এবং কো চেয়ারম্যান হিসেবে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও রাহাগির আল মাহি শাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক।

জি এম কাদের বলেন, ‘একটি রাজনৈতিক দল গঠন করার জন্য আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে। এছাড়া পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল।’

এ ঘটনার পেছনে কারও ইন্ধন আছে কি না—এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা উচিত। বুধবার সন্ধ্যায় রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছেই নেই তার। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন বেগম রওশন এরশাদ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাতিজা এরিককে ‘অস্বাভাবিক’ ও ‘শিশু’ বললেন জিএম কাদের

আপডেট সময় ০৭:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান নেতৃত্বকে অবৈধ বলে জাতীয় পার্টিতে নতুন কমিটি ঘোষণা দিয়েছেন এরশাদপুত্র এরিক। ভাতিজা এরিকের কমিটি ঘোষণার জবাব দিতে গিয়ে চাচা জিএম কাদের বলেছেন, ‘সুস্থ ও স্বাভাবিক নয়, এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না।’

জিএম কাদেরের দাবি, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ উদ্বোধন শেষে জি এম কাদের এসব বলেন।

এসময় এরিকের ঘোষণা দেয়া কমিটির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন জিএম কাদের।

বুধবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে জাপার চেয়ারম্যানকে অবৈধ বলে দাবি করে নতুন একটি কমিটির প্রস্তাব করেন এরিক এরশাদ। ওই কমিটিতে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এবং কো চেয়ারম্যান হিসেবে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও রাহাগির আল মাহি শাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক।

জি এম কাদের বলেন, ‘একটি রাজনৈতিক দল গঠন করার জন্য আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে। এছাড়া পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল।’

এ ঘটনার পেছনে কারও ইন্ধন আছে কি না—এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা উচিত। বুধবার সন্ধ্যায় রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছেই নেই তার। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন বেগম রওশন এরশাদ।’