ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর দেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়: আ.লীগ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়, সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এক অনির্ধারিত বৈঠকে এই আহ্বান জানান।

বৈঠকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সারাদেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবার কষ্ট না পায়, সেজন্য আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষাবিধি প্রতিপালনের জন্যও বৈঠকে উপস্থিত নেতারা সারাদেশে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং লকডাউন বাস্তবায়নে সরকার ঘোষিত বিধিনিষেধ মানতে অনুরোধ করেন।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্ত হাতে তা মোকাবিলা করবে। বঙ্গবন্ধুর বাংলাদেশের তিনি যে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ হবে। এইজন্য দেশের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো তারা যেন ছিন্নমূল অসহায় এবং গরিব-দুঃখী মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেশে চলমান লকডাউন মেনে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

নানক বলেন, ‘সারাবিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন মুখ থুবড়ে পড়েছিল, বাংলাদেশও তার থেকে বিচ্ছিন্ন ছিল না। বাংলাদেশও এই মারণব্যাধি করোনায় আক্রান্ত হয়। কিন্তু মানবতার সফল নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে জীবন এবং জীবিকা উভয়কে একইসাথে পরিচালনা করে, সঠিক ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু সরকারই নয়, দলগতভাবেও আওয়ামী লীগ জনগনের পাশে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক একজন মানুষকেও আমরা না খেয়ে কষ্ট পেতে দেব না।’ যথাযথ স্বাস্থ্যবিধি এবং দেশের চলমান লকডাউন মেনে দেশের তৃণমূল পর্যায়ের অসহায় দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সহ-সভাপতি রুহুল আমিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর দেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়: আ.লীগ

আপডেট সময় ১০:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়, সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এক অনির্ধারিত বৈঠকে এই আহ্বান জানান।

বৈঠকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সারাদেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবার কষ্ট না পায়, সেজন্য আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষাবিধি প্রতিপালনের জন্যও বৈঠকে উপস্থিত নেতারা সারাদেশে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং লকডাউন বাস্তবায়নে সরকার ঘোষিত বিধিনিষেধ মানতে অনুরোধ করেন।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্ত হাতে তা মোকাবিলা করবে। বঙ্গবন্ধুর বাংলাদেশের তিনি যে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ হবে। এইজন্য দেশের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো তারা যেন ছিন্নমূল অসহায় এবং গরিব-দুঃখী মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেশে চলমান লকডাউন মেনে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

নানক বলেন, ‘সারাবিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন মুখ থুবড়ে পড়েছিল, বাংলাদেশও তার থেকে বিচ্ছিন্ন ছিল না। বাংলাদেশও এই মারণব্যাধি করোনায় আক্রান্ত হয়। কিন্তু মানবতার সফল নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে জীবন এবং জীবিকা উভয়কে একইসাথে পরিচালনা করে, সঠিক ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু সরকারই নয়, দলগতভাবেও আওয়ামী লীগ জনগনের পাশে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক একজন মানুষকেও আমরা না খেয়ে কষ্ট পেতে দেব না।’ যথাযথ স্বাস্থ্যবিধি এবং দেশের চলমান লকডাউন মেনে দেশের তৃণমূল পর্যায়ের অসহায় দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সহ-সভাপতি রুহুল আমিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।