ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নতুন জোট গণতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় জালিয়াতি’: নেতানিয়াহু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষমতা থেকে সরাতে তার বিরুদ্ধে নতুন যে জোট গঠিত হয়েছে একে গণতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় জালিয়াতি’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।

 নেতানিয়াহু এ অভিযোগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কট্টরপন্থী ইহুদি নেতানিয়াহু এমন সময় এ অভিযোগ করলেন যখন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান রাজনৈতিক সহিংসতার বিষয়ে প্রকাশ্যে জনগণকে সতর্ক করেছেন।

তার অভিযোগ মূলত নাফতালি বেনেটের বিরুদ্ধে। যিনি জোটের অংশ হবেন না বলে নেতানিয়াহুকে জানালেও পরে ঠিকই যোগ দেন।
এমনকি ২০০৯ সাল থেকে ইসরাইলকে নেতৃত্ব দেওয়া বেনয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে তিনিই হতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। যা নেতানিয়াহু মেনে নিতে পারছেন না কোনোভাবেই।

সম্প্রতি ৮ দল মিলে ইসরাইলে একটি জোট গঠন করার কথা ঘোষণা করেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড।
চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নাফতালি বেনেট। এরপর দায়িত্ব নেবেন ইয়ার লাপিড।

সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন এ জোটের আছে কি-না তা নিশ্চিতে আস্থা ভোটের আয়োজন হবে পার্লামেন্টে। তবে ভোটের জন্য কোনো তারিখ ঘোষণা করা হয়নি এখনো। দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট। অন্যথায় ফের নির্বাচন আয়োজন করতে হবে।

ক্ষমতা থেকে উৎখাতে এসব তৎপরতা মোটেও ভালোভাবে নিচ্ছেন না নেতানিয়াহু। তিনি বলেন, আমরা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী জালিয়াতি প্রত্যক্ষ করছি। আমার মতে, এটা গণতন্ত্রের ইতিহাসেও সবচেয়ে বড় জালিয়াতি।

লিকুদ পার্টির প্রধান বলেন, এজন্য জনগণ নিজেদের প্রতারিত মনে করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের চুপ থাকা উচিত নয়।

নেতানিয়াহু বলেন, আমরা নতুন এ জোটের তীব্র বিরোধিতা করছি। যদি এ জোট ক্ষমতায় যায় তবে আমরা দ্রুতই তাদের ক্ষমতাচ্যুত করবো।

এর আগে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত সংস্থা শিন বেতের প্রধান রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

গত দুই বছরের মধ্যে চারবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ইসরাইলে। এর মধ্যে কোনোবারই এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহু ১২ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে। যদি এ জোট পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করে তবে ক্ষমতা ছাড়তে হবে নেতানিয়াহুকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন জোট গণতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় জালিয়াতি’: নেতানিয়াহু

আপডেট সময় ০৯:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষমতা থেকে সরাতে তার বিরুদ্ধে নতুন যে জোট গঠিত হয়েছে একে গণতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় জালিয়াতি’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।

 নেতানিয়াহু এ অভিযোগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কট্টরপন্থী ইহুদি নেতানিয়াহু এমন সময় এ অভিযোগ করলেন যখন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান রাজনৈতিক সহিংসতার বিষয়ে প্রকাশ্যে জনগণকে সতর্ক করেছেন।

তার অভিযোগ মূলত নাফতালি বেনেটের বিরুদ্ধে। যিনি জোটের অংশ হবেন না বলে নেতানিয়াহুকে জানালেও পরে ঠিকই যোগ দেন।
এমনকি ২০০৯ সাল থেকে ইসরাইলকে নেতৃত্ব দেওয়া বেনয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে তিনিই হতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। যা নেতানিয়াহু মেনে নিতে পারছেন না কোনোভাবেই।

সম্প্রতি ৮ দল মিলে ইসরাইলে একটি জোট গঠন করার কথা ঘোষণা করেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড।
চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নাফতালি বেনেট। এরপর দায়িত্ব নেবেন ইয়ার লাপিড।

সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন এ জোটের আছে কি-না তা নিশ্চিতে আস্থা ভোটের আয়োজন হবে পার্লামেন্টে। তবে ভোটের জন্য কোনো তারিখ ঘোষণা করা হয়নি এখনো। দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট। অন্যথায় ফের নির্বাচন আয়োজন করতে হবে।

ক্ষমতা থেকে উৎখাতে এসব তৎপরতা মোটেও ভালোভাবে নিচ্ছেন না নেতানিয়াহু। তিনি বলেন, আমরা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী জালিয়াতি প্রত্যক্ষ করছি। আমার মতে, এটা গণতন্ত্রের ইতিহাসেও সবচেয়ে বড় জালিয়াতি।

লিকুদ পার্টির প্রধান বলেন, এজন্য জনগণ নিজেদের প্রতারিত মনে করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের চুপ থাকা উচিত নয়।

নেতানিয়াহু বলেন, আমরা নতুন এ জোটের তীব্র বিরোধিতা করছি। যদি এ জোট ক্ষমতায় যায় তবে আমরা দ্রুতই তাদের ক্ষমতাচ্যুত করবো।

এর আগে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত সংস্থা শিন বেতের প্রধান রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

গত দুই বছরের মধ্যে চারবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ইসরাইলে। এর মধ্যে কোনোবারই এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহু ১২ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে। যদি এ জোট পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করে তবে ক্ষমতা ছাড়তে হবে নেতানিয়াহুকে।