আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত তাদের হাতে তেল আবিব আরও পরাজয়ের মুখোমুখি হবে।
ইয়েমেনের রাজধানী সানায় রবিবার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে আব্দুল মালেক আল-হুথি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা মুসলিম বিশ্ব এমন একটি ষড়যন্ত্র মোকাবেলা করছি, যা তত্ত্বাবধান করছে আমেরিকা, পরিকল্পনা করেছে ইসরায়েল এবং ব্রিটেন। আর তা বাস্তবায়ন করছে তাদের ভাড়াটে লোকজন।
ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক পরাজয়ের কথা তুলে ধরে আব্দুল মালেক আল-হুথি বলেন, “ইসরাইলের রাজনৈতিক চক্র একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে, সাম্প্রতিক যুদ্ধে তেল আবিব পরাজিত হয়েছে। মহান আল্লাহ ফিলিস্তিনি জনগণকে চূড়ান্ত বিজয় দেয়ার আগে ইসরায়েল আরও পরাজয়ের মুখোমুখি হবে।”
আকাশ নিউজ ডেস্ক 



















