আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রাজনৈতিক টানাপড়েনের মধ্যে নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে। খবর আল জাজিরার।
সম্প্রতি সংসদে অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় প্রধানমন্ত্রী পদ হারান কে পি শর্মা অলি। পরে বিরোধীদলীয় নেতা শের বাহাদুরকে সরকার গঠনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট। কিন্তু সরকার গঠন করতে ব্যর্থ হন শের বাহাদুর।
নিয়ম অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ওলিকে সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে তাকে সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট। তবে এবার ওলি সরকার গঠনে ব্যর্থ হন। শুক্রবার পর্যন্ত সে ব্যাপারে সর্বশেষ সময় ছিল।
এমন অবস্থায় দেশটিতে রাজনৈতিক টানাপড়েন দেখা দিলে শনিবার পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।
আকাশ নিউজ ডেস্ক 



















