ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম

এক নজরে বিপিএলের সাত দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আইকন খেলোয়াড়, ধরে রাখা ক্রিকেটার ও বিদেশীদের একটি বড় অংশের সঙ্গে আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি সেরে ফেলায় ড্রাফটে তেমন চমক ছিল না। ড্রাফটের স্থানীয় ১৪০ ক্রিকেটারের মধ্যে ডাকা হয়েছে ৫০জনকে। আর ২০৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে ডাকা হয় ১৫ জনকে।

আগামী ২ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠতে যাওয়া বিপিএলের সাত দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা দেখে নিন এক ঝলকে।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম।
বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিনশাহ আফ্রিদি, লুইস, কুপার, বেটন, নারাইন, পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ড্যানলি (ইংল্যান্ড) আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)।

রাজশাহী কিংস: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জমান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।

বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, সামি, ফ্র্যাকলিন, উসামা মির, রাজা আলী দার ।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।

বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, প্রসন্ন, বেনি হাওয়েল, মালান, রুশো, অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন জফরা আর্চার (ইংল্যান্ড), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ইমরান আলী।

রংপুর রাইডার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (আইকন) মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, ইবাদত হোসেন চৌধুরী, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা (পেসার), এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি: মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, মালিক, নবি, রশিদ খান, ম্যাথিউস, মানরো, ফখর জামান, সোলেমন মির, রুম্মন রাইস।

চিটাগং ভাইকিংস: সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত মিশু।

বিদেশি: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ, নাজিবুল্লাহ জাদরান, লুইস রেকি।

সিলেট সিক্সার্স: সাব্বির রহমান (আইকন) নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান ,আবুল হাসান রাজু, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন তান্না, মোহাম্মদ শরিফউল্লাহ।

বিদেশি: দাসুন শানাকা, হাসারাঙ্গা, প্লানকেট, হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরাঙা ডি সিলভা, গোলাম মুদাসসর খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক নজরে বিপিএলের সাত দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা

আপডেট সময় ০৬:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আইকন খেলোয়াড়, ধরে রাখা ক্রিকেটার ও বিদেশীদের একটি বড় অংশের সঙ্গে আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি সেরে ফেলায় ড্রাফটে তেমন চমক ছিল না। ড্রাফটের স্থানীয় ১৪০ ক্রিকেটারের মধ্যে ডাকা হয়েছে ৫০জনকে। আর ২০৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে ডাকা হয় ১৫ জনকে।

আগামী ২ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠতে যাওয়া বিপিএলের সাত দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা দেখে নিন এক ঝলকে।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম।
বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিনশাহ আফ্রিদি, লুইস, কুপার, বেটন, নারাইন, পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ড্যানলি (ইংল্যান্ড) আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)।

রাজশাহী কিংস: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জমান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।

বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, সামি, ফ্র্যাকলিন, উসামা মির, রাজা আলী দার ।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।

বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, প্রসন্ন, বেনি হাওয়েল, মালান, রুশো, অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন জফরা আর্চার (ইংল্যান্ড), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ইমরান আলী।

রংপুর রাইডার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (আইকন) মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, ইবাদত হোসেন চৌধুরী, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা (পেসার), এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি: মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, মালিক, নবি, রশিদ খান, ম্যাথিউস, মানরো, ফখর জামান, সোলেমন মির, রুম্মন রাইস।

চিটাগং ভাইকিংস: সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত মিশু।

বিদেশি: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ, নাজিবুল্লাহ জাদরান, লুইস রেকি।

সিলেট সিক্সার্স: সাব্বির রহমান (আইকন) নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান ,আবুল হাসান রাজু, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন তান্না, মোহাম্মদ শরিফউল্লাহ।

বিদেশি: দাসুন শানাকা, হাসারাঙ্গা, প্লানকেট, হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরাঙা ডি সিলভা, গোলাম মুদাসসর খান।