অাকাশ বিনোদন ডেস্ক:
শাহেদ চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘কবে হবে দেখা’ চলচ্চিত্রে আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। জিয়াউদ্দিন আলমের কথায় এই প্রথম প্রতিক হাসানের সুরে চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন ঐশী। সম্প্রতি মগবাজার ফোকাস মাল্টিমিডিয়ার স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে।
গানের কথা:
তোর ঐ মনের পাড়ায়
থাকবো করে আমি ভাড়া
দেখবি আমার রুপের যৌবন
কমলা রঙে রাঙ্গা মন
সোনা দিসনারে তুই জ্বালা
মনের সাথে মন মিলাইয়া দিমু তালা।
প্রতিক হাসান বলেন, এর আগে আমারা এক সাথে ইত্যাদিতে গান করেছি। আমার সুর ও সঙ্গীতে চলচ্চিত্রে এই প্রথম গাইলো ঐশী। অসাধারণ গেয়েছেন ঐশী। আশা করছি শ্রোতারা আমার আগের কাজের মতো এই গানটি গ্রহন করবেন।
‘কবে হবে দেখা’ ছবিটি প্রযোজনা করেছেন একটি মা চলচ্চিত্র।
আকাশ নিউজ ডেস্ক 























