অাকাশ বিনোদন ডেস্ক:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বোন অর্পিতাকে বিয়ে দিয়েছিলেন সালমান খান। সেই বোনের কোলজুড়ে সন্তান আসার পর তা নিয়ে বেশ মেতে থাকেন তিনি। মাঝে মধ্যেই ভাগ্নের সাথে ছবি পোস্ট করে ভক্তদের জানিয়ে দেন তাদের খবর। এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাগ্নে আহিলের সঙ্গে সালমানের দুষ্টামির!
ইন্ডিয়া টুডে বলছে, হাজারও ব্যস্ততার মাঝেও আহিলের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে সালমানকে। তার প্রথম জন্মদিন সেলিব্রেশনে গোটা খান পরিবারকে মালদ্বীপে নিয়ে গিয়েছিলেন সল্লু! এই মুহূর্তে মামা সালমানের সাথে আহিল রয়েছে লন্ডনে। সেখানেই ব্রেকফাস্ট টেবিলে বসে ভাগ্নের মশকরা করার একটি ভিডিও এবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমান।
সালমানের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের খাবার সালমানকে খাওয়াতে গিয়েও টুপ করে নিজের মুখেই ভরে নিচ্ছে ছোট্ট আহিল। আহিলের এই দুষ্টুমিতে বেশ মজা পেয়েছেন দাবাং খান। ভিডিওটি আপলোড করার কিছু সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























