অাকাশ বিনোদন ডেস্ক:
অভিনেতা ফজলুর রহমান বাবু। চলতি সময়ে তার ৩টি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে একটি চলচ্চিত্র আসছে ২০ অক্টোবর মুক্তি পাবে। গহীন ‘বালুচর’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ।
অন্য দুটি চলচ্চিত্র হচ্ছে তৌকীর আহমেদের ‘হালদা’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। চলচ্চিত্রগুলোতে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘৩টি চলচ্চিত্রের নির্মাতাই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালোভাবে চলচ্চিত্র নির্মাণ করতে। ৩টি চলচ্চিত্র নিয়েই আমি দারুণভাবে আশাবাদী। এখন দেখা যাক মুক্তি পাওয়ার পর হলে কেমন দর্শক যায়। এটাও আসলে নির্ভর করে এখন অনেকটাই সৌভাগ্যের ওপর। কোন চলচ্চিত্র দর্শকদের পছন্দ হবে তা বলা মুশকিল। তবে আমি আশাবাদী এই ৩টি চলচ্চিত্রই অন্যরকম আলোচনায় আসবে।’
এদিকে ঈদের পর বাবু এরইমধ্যে দুটি খণ্ডনাটকের কাজও শেষ করেছেন। একটি মান্নান হীরার ‘শেকল’ এবং অন্যটি নিয়াজ মাহবুবের ‘নোলক’। এছাড়া তিনি আরটিভিতে প্রচার চলতি ‘ঝামেলা আনলিমিটেড’ ধারাবাহিকের শুটিং করছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























