ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প আত্মসাৎ: ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি

মিয়ানমারকে বোঝাতে চীন যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য এশিয়ার অন্যতম পরাশক্তি চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানোর পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগামী মঙ্গলবার চীন সফরে যাচ্ছে। শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠকে এই বিষয়ে জানানো হয়।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মিয়ানমারের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীন। কাজেই রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশটিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাবে আওয়ামী লীগ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যেন দ্রুততম সময়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয়, সে জন্য মিয়ানমারকে চাপ দিকে চীনের সঙ্গে আলোচনায় বসবেন আওয়ামী লীগের সফরকারী নেতারা।

চীন সফরে অতিথির তালিকায় থাকা আওয়ামী লীগের নেতারা আলাপকালে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন রোহিঙ্গাদের প্রতি নির্যাতন বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানাচ্ছে, তখনো চীনের শাসকরা মিয়ানমার সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছেন। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে সচেতন নাগরিকমাত্রই জানেন, চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত গভীর। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বর্তমান অবস্থানের পরিবর্তন হতে পারে যদি চীন দেশটিকে আহ্বান জানায়। তাই আওয়ামী লীগের নেতারা বেইজিং সফরকালে চীনের ক্ষমতাসীন দলের শীর্ষনেতাদের কাছে রোহিঙ্গা সংকট সমাধানে উদ্যোগী হতে বলবেন।

মিয়ানমার যেন রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়, সে জন্য চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হবে। আওয়ামী লীগ সূত্রে আরও জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণপত্রটি চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঠানো হয় আওয়ামী লীগকে। কিন্তু সফরের জন্য বর্তমান সময়কেই বেছে নিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি আমাদের সময় ডট কমকে বলেন, চীন আমাদের বন্ধুতীম দেশ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে জানাচ্ছি। আসন্ন চীন সফরেও দেশটির ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলটি। এর নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব) ফারুক খান। অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফজিলাতুননেসা ইন্দিরা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আইনবিষয়ক সম্পাদক স ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, বদর উদ্দিন আহমদ কামরান, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জাহান কল্পনা, মেরিনা জামান, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, চীন আওয়ামী লীগের নেতা তরুণ কান্তি দাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলার, ট্রাম্পের হয়ে ডেনমার্ককে পুতিনের খোঁচা

মিয়ানমারকে বোঝাতে চীন যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা

আপডেট সময় ০৯:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য এশিয়ার অন্যতম পরাশক্তি চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানোর পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগামী মঙ্গলবার চীন সফরে যাচ্ছে। শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠকে এই বিষয়ে জানানো হয়।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মিয়ানমারের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীন। কাজেই রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশটিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাবে আওয়ামী লীগ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যেন দ্রুততম সময়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয়, সে জন্য মিয়ানমারকে চাপ দিকে চীনের সঙ্গে আলোচনায় বসবেন আওয়ামী লীগের সফরকারী নেতারা।

চীন সফরে অতিথির তালিকায় থাকা আওয়ামী লীগের নেতারা আলাপকালে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন রোহিঙ্গাদের প্রতি নির্যাতন বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানাচ্ছে, তখনো চীনের শাসকরা মিয়ানমার সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছেন। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে সচেতন নাগরিকমাত্রই জানেন, চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত গভীর। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বর্তমান অবস্থানের পরিবর্তন হতে পারে যদি চীন দেশটিকে আহ্বান জানায়। তাই আওয়ামী লীগের নেতারা বেইজিং সফরকালে চীনের ক্ষমতাসীন দলের শীর্ষনেতাদের কাছে রোহিঙ্গা সংকট সমাধানে উদ্যোগী হতে বলবেন।

মিয়ানমার যেন রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়, সে জন্য চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হবে। আওয়ামী লীগ সূত্রে আরও জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণপত্রটি চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঠানো হয় আওয়ামী লীগকে। কিন্তু সফরের জন্য বর্তমান সময়কেই বেছে নিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি আমাদের সময় ডট কমকে বলেন, চীন আমাদের বন্ধুতীম দেশ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে জানাচ্ছি। আসন্ন চীন সফরেও দেশটির ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলটি। এর নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব) ফারুক খান। অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফজিলাতুননেসা ইন্দিরা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আইনবিষয়ক সম্পাদক স ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, বদর উদ্দিন আহমদ কামরান, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জাহান কল্পনা, মেরিনা জামান, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, চীন আওয়ামী লীগের নেতা তরুণ কান্তি দাস।