ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩

সকালের নাস্তায় মুগ ডালের টোস্ট

আকাশ নিউজ ডেস্ক:  

সকালের নাস্তায় মুখরোচক খাবার খেতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন মুগ ডালের টোস্ট। মুগ ডাল ও পাউরুটি দিয়ে তৈরি এ খাবার যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদুও।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন মুগ ডালের টোস্ট-

উপকরণ :

৪টি স্লাইস ব্রেড বা পাউরুটি, মুগ ডাল এক কাপ, কাঁচামরিচ পরিমাণমতো, স্বাদমতো লবণ, দেড় চামচ বেসন, বেকিং পাউডার ১ চামচ, তেল ৩ থেকে ৪ চামচ, দেড় চামচ লেবুর রস ও পরিমাণমতো ধনেপাতা কুচি।

যেভাবে তৈরি করবেন :

মুগ ডাল এক থেকে দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এর পর পানি ফেলে কাঁচামরিচ দিন। মুগ ডালের ভালোভাবে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে পেস্ট বের করে তাতে বেসন, বেকিং পাউডার, লবণ, লেবুর রস এবং ধনেপাতা দিয়ে ভালোভাবে মেশাতে হবে।

এবার পাউরুটি নিয়ে তার একদিকে এই মিশ্রণটি ভালোমতো লাগান। একইভাবে বাকি রুটিতেও পেস্টটি ভালোভাবে লাগিয়ে নিন।

এবার গ্যাসে প্যান বসিয়ে গরম করে নিন। রুটির যে দিকটায় মুগ ডালের পেস্টটি লাগিয়েছেন, সেদিকটি প্যানে রেখে ভালোমতো ভেজে নিন। তেল লাগাতে ভুলবেন না।

এবার তুলে নিয়ে রুটির আরেক দিকেও পেস্টটি লাগিয়ে সেই দিকও হালকা বাদামি করে ভেজে নিন।
উভয় দিক ভালোমতো ভাজা আর মচমচে হয়ে এলে প্লেটে নামিয়ে নিন। এবার চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

সকালের নাস্তায় মুগ ডালের টোস্ট

আপডেট সময় ১১:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

আকাশ নিউজ ডেস্ক:  

সকালের নাস্তায় মুখরোচক খাবার খেতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন মুগ ডালের টোস্ট। মুগ ডাল ও পাউরুটি দিয়ে তৈরি এ খাবার যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদুও।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন মুগ ডালের টোস্ট-

উপকরণ :

৪টি স্লাইস ব্রেড বা পাউরুটি, মুগ ডাল এক কাপ, কাঁচামরিচ পরিমাণমতো, স্বাদমতো লবণ, দেড় চামচ বেসন, বেকিং পাউডার ১ চামচ, তেল ৩ থেকে ৪ চামচ, দেড় চামচ লেবুর রস ও পরিমাণমতো ধনেপাতা কুচি।

যেভাবে তৈরি করবেন :

মুগ ডাল এক থেকে দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এর পর পানি ফেলে কাঁচামরিচ দিন। মুগ ডালের ভালোভাবে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে পেস্ট বের করে তাতে বেসন, বেকিং পাউডার, লবণ, লেবুর রস এবং ধনেপাতা দিয়ে ভালোভাবে মেশাতে হবে।

এবার পাউরুটি নিয়ে তার একদিকে এই মিশ্রণটি ভালোমতো লাগান। একইভাবে বাকি রুটিতেও পেস্টটি ভালোভাবে লাগিয়ে নিন।

এবার গ্যাসে প্যান বসিয়ে গরম করে নিন। রুটির যে দিকটায় মুগ ডালের পেস্টটি লাগিয়েছেন, সেদিকটি প্যানে রেখে ভালোমতো ভেজে নিন। তেল লাগাতে ভুলবেন না।

এবার তুলে নিয়ে রুটির আরেক দিকেও পেস্টটি লাগিয়ে সেই দিকও হালকা বাদামি করে ভেজে নিন।
উভয় দিক ভালোমতো ভাজা আর মচমচে হয়ে এলে প্লেটে নামিয়ে নিন। এবার চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন।