ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র কুর্দি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে: এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র কুর্দি সশস্ত্র বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসে তাইয়েপ এরদোয়ান। এর আগে গতকাল তুরস্কের সেনাবাহিনী কুর্দি যোদ্ধারা পুলিশসহ দেশটির ১৩ বেসামরিক লোককে হত্যা করেছে বলে জানায়।

আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে তুরস্কের ১৩ নাগরিক হত্যায় শোক প্রকাশ করে। একই সঙ্গে ওই বিবৃতিতে তুরস্কের ১৩ নাগরিক সত্যি সত্যি হত্যার শিকার হয়েছে কি না যুক্তরাষ্ট্র সেটা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছে বলে জানায়। ওই বিবৃতিতে বলা হয়, ‘যদি তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র হাতে তুরস্কের নাগরিকদের হত্যার তথ্য সত্যি হয়, আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

যুক্তরাষ্ট্রের বিবৃতির পরিপ্রেক্ষিতে সোমবার এক টেলিভিশন বক্ততৃায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের বিবৃতিকে প্রহসন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,` যুক্তরাষ্ট্রের বিবৃতি হাস্যকর। তাদের পাশে বা পেছনে থেকে তোমরা বলছো তোমরা সন্ত্রাসীদের সমর্থন করো না!’

এরদোয়ান আরও বলেন, ‘তুরস্কের নাগরিকদের হত্যার পর ন্যাটোর হাতে দুটো অপশন আছে। যদি এবং কিন্তু ছাড়া কোনো প্রশ্ন না করে তুরস্কের সঙ্গে কাজ করা, দ্বিতীয় অপশন হলো প্রতিটি হত্যা এবং রক্তপাতের সহযোগী হওয়া।’ সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে তুরস্কের ঘরের দরজায় এসে নিষ্পাপ নাগরিকদের হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্ক চলতি মাসে উত্তর ইরাকে কুর্দিস্তানের পিকেকে‘র বিরুদ্ধে `ঈগলের থাবা ২‘ নামে এক সামরিক অভিযান শুরু করে। কুর্দিদের হাতে জিম্মি হওয়া তুরস্কের ১৩ নাগরিককে উদ্ধার করতে ওই অভিযান শুরু করা হয়। অভিযানে কুর্দি সশস্ত্র বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকর বলেন, অভিযানে কুদি যোদ্ধাদের তিন সিনিয়র সদস্যসহ ৪৮ জন নিহত হয়েছে, দুই বিদ্রোহীকে জীবিত বন্দী করা হয়েছে। অভিযানে তুরস্কের তিন সেনা আহত হয়েছে।

তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব পিকেকে‘কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে। সশস্ত্র এই বাহিনীটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র কুর্দি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে: এরদোয়ান

আপডেট সময় ১০:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র কুর্দি সশস্ত্র বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসে তাইয়েপ এরদোয়ান। এর আগে গতকাল তুরস্কের সেনাবাহিনী কুর্দি যোদ্ধারা পুলিশসহ দেশটির ১৩ বেসামরিক লোককে হত্যা করেছে বলে জানায়।

আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে তুরস্কের ১৩ নাগরিক হত্যায় শোক প্রকাশ করে। একই সঙ্গে ওই বিবৃতিতে তুরস্কের ১৩ নাগরিক সত্যি সত্যি হত্যার শিকার হয়েছে কি না যুক্তরাষ্ট্র সেটা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছে বলে জানায়। ওই বিবৃতিতে বলা হয়, ‘যদি তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র হাতে তুরস্কের নাগরিকদের হত্যার তথ্য সত্যি হয়, আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

যুক্তরাষ্ট্রের বিবৃতির পরিপ্রেক্ষিতে সোমবার এক টেলিভিশন বক্ততৃায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের বিবৃতিকে প্রহসন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,` যুক্তরাষ্ট্রের বিবৃতি হাস্যকর। তাদের পাশে বা পেছনে থেকে তোমরা বলছো তোমরা সন্ত্রাসীদের সমর্থন করো না!’

এরদোয়ান আরও বলেন, ‘তুরস্কের নাগরিকদের হত্যার পর ন্যাটোর হাতে দুটো অপশন আছে। যদি এবং কিন্তু ছাড়া কোনো প্রশ্ন না করে তুরস্কের সঙ্গে কাজ করা, দ্বিতীয় অপশন হলো প্রতিটি হত্যা এবং রক্তপাতের সহযোগী হওয়া।’ সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে তুরস্কের ঘরের দরজায় এসে নিষ্পাপ নাগরিকদের হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্ক চলতি মাসে উত্তর ইরাকে কুর্দিস্তানের পিকেকে‘র বিরুদ্ধে `ঈগলের থাবা ২‘ নামে এক সামরিক অভিযান শুরু করে। কুর্দিদের হাতে জিম্মি হওয়া তুরস্কের ১৩ নাগরিককে উদ্ধার করতে ওই অভিযান শুরু করা হয়। অভিযানে কুর্দি সশস্ত্র বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকর বলেন, অভিযানে কুদি যোদ্ধাদের তিন সিনিয়র সদস্যসহ ৪৮ জন নিহত হয়েছে, দুই বিদ্রোহীকে জীবিত বন্দী করা হয়েছে। অভিযানে তুরস্কের তিন সেনা আহত হয়েছে।

তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব পিকেকে‘কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে। সশস্ত্র এই বাহিনীটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত রয়েছে।