ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ইস্তাম্বুলের সাবেক মেয়রের মৃত্যু, এরদোগানের শোক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ইস্তাম্বুলের সাবেক মেয়র কাদির তোপবাস। তুরস্কের প্রবীণ এ রাজনীতি শনিবার ৭৬ বছর বয়সে মারা যান।

করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ২০ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি আইসিইউতে থেকে চিকিৎসা নেন। পরে তার অবস্থার আরও অবনতি হয়। গত সপ্তাহে তার কিডনির ডায়ালাইসিস করা হয়। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল তাকে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর।

আজ ঐতিহাসিক ফাতিহ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযায় অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সফর সংক্ষিপ্ত করে ইস্তাম্বুলের দিকে রওনা হয়েছেন।

কাদির তোপবাসের মৃত্যুতে গভীর শোকাহত এরদোগান। তিনি এক টুইটে লেখেন, আমি কাদিরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ইস্তাম্বুল ও তুরস্কের জনগণের জন্য যা করে গেছেন তা অবিস্মরণীয়।

এরদোগানের জাস্টিস অ্যান্ড একে পার্টির মনোনয়নে ২০০৪ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন কাদির। তিনি তিন মেয়াদে মেয়র পদে জয়ী হন। ২০১৭ সালের তিনি পদত্যাগ করেন। ১৯৯৪ সাল থেকে ‘৯৮ পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোগান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় ইস্তাম্বুলের সাবেক মেয়রের মৃত্যু, এরদোগানের শোক

আপডেট সময় ০২:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ইস্তাম্বুলের সাবেক মেয়র কাদির তোপবাস। তুরস্কের প্রবীণ এ রাজনীতি শনিবার ৭৬ বছর বয়সে মারা যান।

করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ২০ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি আইসিইউতে থেকে চিকিৎসা নেন। পরে তার অবস্থার আরও অবনতি হয়। গত সপ্তাহে তার কিডনির ডায়ালাইসিস করা হয়। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল তাকে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর।

আজ ঐতিহাসিক ফাতিহ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযায় অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সফর সংক্ষিপ্ত করে ইস্তাম্বুলের দিকে রওনা হয়েছেন।

কাদির তোপবাসের মৃত্যুতে গভীর শোকাহত এরদোগান। তিনি এক টুইটে লেখেন, আমি কাদিরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ইস্তাম্বুল ও তুরস্কের জনগণের জন্য যা করে গেছেন তা অবিস্মরণীয়।

এরদোগানের জাস্টিস অ্যান্ড একে পার্টির মনোনয়নে ২০০৪ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন কাদির। তিনি তিন মেয়াদে মেয়র পদে জয়ী হন। ২০১৭ সালের তিনি পদত্যাগ করেন। ১৯৯৪ সাল থেকে ‘৯৮ পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোগান।