ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

সাকিবের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার কারণে পিতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন করা সাকিবের ছুটি মঞ্জুর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ফলে আসন্ন নিউজিল্যান্ড সফরে থাকছেন না তিনি।

সাকিবকে আমরা পরের অ্যাসাইনমেন্টে (নিউজিল্যান্ড সফর) পাবো কিনা- এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘না! সে তো যাচ্ছে না, নিউজিল্যান্ডের জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’

স্ত্রী সন্তানদের সময় দিতে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে উঁরুতে চোট পান সাকিব আল হাসান। চোট থেকে সেরে উঠে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন। এই ম্যাচেও তিনি উঁরুতে চোট পান। যার কারণে পুরো ম্যাচে তিনি খেলতে পারেননি। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টেও সাকিবকে ছাড়া খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

সাকিবের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে

আপডেট সময় ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার কারণে পিতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন করা সাকিবের ছুটি মঞ্জুর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ফলে আসন্ন নিউজিল্যান্ড সফরে থাকছেন না তিনি।

সাকিবকে আমরা পরের অ্যাসাইনমেন্টে (নিউজিল্যান্ড সফর) পাবো কিনা- এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘না! সে তো যাচ্ছে না, নিউজিল্যান্ডের জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’

স্ত্রী সন্তানদের সময় দিতে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে উঁরুতে চোট পান সাকিব আল হাসান। চোট থেকে সেরে উঠে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন। এই ম্যাচেও তিনি উঁরুতে চোট পান। যার কারণে পুরো ম্যাচে তিনি খেলতে পারেননি। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টেও সাকিবকে ছাড়া খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।