অাকাশ স্পোর্টস ডেস্ক:
কিছুদিন পরেই শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। আর এই টেস্ট সিরিজে বাংলাদেশের প্রধান অস্ত্র যে স্পিন তা আর বলা অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশের এই স্পিন ট্র্যাককে অতিক্রম করার জন্য অব ধরণের পরিকল্পনা নিয়েছেন ডি কক।
ডি কক বলেন ,’আমি একটি ম্যাট বানিয়েছি স্পিন উইকেটে খেলার জন্য। এই ম্যাটটি ব্যাটসম্যান অনুশীলনের সময়ে সামনে বিছিয়ে নেন। বিশেষ এই ম্যাটে বল এমনিতেই স্পিন এবং বাউন্স করে। ফলে এটিতে অনুশীলন করলে নিজের স্পিন খেলার দক্ষতা অনেকটাই বৃদ্ধি পায় বলে বিশ্বাস করেন ডি কক। ‘
ডি কক আরো বলেন ,’একটা সময় ছিল, যখন আমি নিজেও স্পিনের বিপক্ষে ভালো করতে পারতাম না। আমি ওপেনার হিসেবে পেস বোলিংয়ের বিপক্ষেই বেশি ট্রেনিং করতাম। তখন আমার স্পিন খেলার জন্য বাড়তি সহায়তা দরকার হলো। আর এই চিন্তা থেকে নিজের জন্য প্রথম এই ম্যাটটা ডিজাইন করলাম। আমি সহজে সন্তুষ্ট হইনি। প্রতিনিয়ত এটাতে পরিবর্তন করে আজকের অবস্থায় নিয়ে এসেছি। ’’
আকাশ নিউজ ডেস্ক 
























