ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ইতালির একটি শহরে ক্রিকেট নিষিদ্ধ করছেন মেয়র

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান একটি শহরে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেছে ওই শহরের মেয়র। আফগান এবং পাকিস্তানি অভিভাসিদের কয়েকটি ছেলে একটি পার্কে ক্রিকেট খেলছিল। এ সময় একটি বল গিয়ে আঘাত হানে পার্কের পাশের বিল্ডিংয়ের বেলকনিতে দাঁড়ানো আরেকটি কিশোরের মাথায়। এ ঘটনায় পুরো শহরেই ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেন মেয়র। ইউরোপিয়ান কয়েকটি মিডিয়ায় প্রকাশ হয়েছে এই খবর।

বোলজানো নামে উত্তর ইতালির শহরটিতে ঘটেছে এই ঘটনা। বিবিসি রিপোর্ট প্রকাশ করেছে, এক বালকের মাথায় বলের আঘাত লাগার কারণে শহরটির মেয়র সেখানকার পার্কগুলোতে ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে।

যে পার্কে পাকিস্তানি এবং আফগানি অভিবাসি ছেলেরা খেলছিল, তার চেয়ে প্রায় ১০০ মিটার দুরে বাড়ির বেলকনিতে দাঁড়িয়েছিল সেই ছেলেটি। এ কারণেই বল গিয়ে আঘাত হানে তার মাথায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আঘাতের ধকল থেকে মুক্তি মেলে তার।

শুধু পার্কেই নয়, টেনিস কোর্ট এবং বেজবল মাঠেও ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে বোলজানো কর্তৃপক্ষ। মেয়র রেনজো কারামাচ্চি বলেন, ‘নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছে, যখন একটি ছেলের বাবা-মা ইমেইলের মাধ্যমে আমাকে এ বিষয়ে অভিযোগ করেন, এরপরই। তারা জানান, ক্রিকেট বলের আঘাতে আহত হয়েছে তাদের ছেলে।

ইতালিতে এমনিতেই ক্রিকেট একেবারেই অপরিচিত একটি খেলা। খুব কম মানুষই ক্রিকেট চেনে, খেলা তো দুরে থাক। যে ক’জন মানুষ সেখানে ক্রিকেট খেলে তারা পাকিস্তান কিংবা আফগানিস্তানের অভিবাসি। কারামাচ্চি বলেন, ‘আমরা খুব দ্রুতই এ বিষয় নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তান কম্যুনিটির প্রতিনিধিদের সঙ্গে বসবো এবং করনীয় ঠিক করবো।’

ইতালির কোরিয়া দেলা সেরা ডেইলি রিপোর্ট প্রকাশ করেছে যে, ইত্তর ইতালির আরও একটি শহর, ব্রেসসিয়া। ২০০৯ সালেই জনসমুক্ষে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ ঘোষণা করে।

বোলজানো শহরটি অস্ট্রিয়া সীমান্ত ঘেঁষে পাহাড় বেষ্টিত। যেখানকার ভাষা মূলতঃ জার্মান। জার্মানরা একে সাউথ টাইরল নামে ডেকে থাকে। ২০১৫ সালের অক্টোবরে অল্টো অ্যাডি ওয়েবসাইটে বলা হয়, বোলজানো শহরটিতে ৯০০ পাকিস্তানির বসবাস। পুরো এলাকায় প্রায় ৩০০০ অভিবাসির বসবাস। আফগানি রয়েছে প্রায় ১০০ থেকে ৩০০।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির একটি শহরে ক্রিকেট নিষিদ্ধ করছেন মেয়র

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান একটি শহরে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেছে ওই শহরের মেয়র। আফগান এবং পাকিস্তানি অভিভাসিদের কয়েকটি ছেলে একটি পার্কে ক্রিকেট খেলছিল। এ সময় একটি বল গিয়ে আঘাত হানে পার্কের পাশের বিল্ডিংয়ের বেলকনিতে দাঁড়ানো আরেকটি কিশোরের মাথায়। এ ঘটনায় পুরো শহরেই ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেন মেয়র। ইউরোপিয়ান কয়েকটি মিডিয়ায় প্রকাশ হয়েছে এই খবর।

বোলজানো নামে উত্তর ইতালির শহরটিতে ঘটেছে এই ঘটনা। বিবিসি রিপোর্ট প্রকাশ করেছে, এক বালকের মাথায় বলের আঘাত লাগার কারণে শহরটির মেয়র সেখানকার পার্কগুলোতে ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে।

যে পার্কে পাকিস্তানি এবং আফগানি অভিবাসি ছেলেরা খেলছিল, তার চেয়ে প্রায় ১০০ মিটার দুরে বাড়ির বেলকনিতে দাঁড়িয়েছিল সেই ছেলেটি। এ কারণেই বল গিয়ে আঘাত হানে তার মাথায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আঘাতের ধকল থেকে মুক্তি মেলে তার।

শুধু পার্কেই নয়, টেনিস কোর্ট এবং বেজবল মাঠেও ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে বোলজানো কর্তৃপক্ষ। মেয়র রেনজো কারামাচ্চি বলেন, ‘নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছে, যখন একটি ছেলের বাবা-মা ইমেইলের মাধ্যমে আমাকে এ বিষয়ে অভিযোগ করেন, এরপরই। তারা জানান, ক্রিকেট বলের আঘাতে আহত হয়েছে তাদের ছেলে।

ইতালিতে এমনিতেই ক্রিকেট একেবারেই অপরিচিত একটি খেলা। খুব কম মানুষই ক্রিকেট চেনে, খেলা তো দুরে থাক। যে ক’জন মানুষ সেখানে ক্রিকেট খেলে তারা পাকিস্তান কিংবা আফগানিস্তানের অভিবাসি। কারামাচ্চি বলেন, ‘আমরা খুব দ্রুতই এ বিষয় নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তান কম্যুনিটির প্রতিনিধিদের সঙ্গে বসবো এবং করনীয় ঠিক করবো।’

ইতালির কোরিয়া দেলা সেরা ডেইলি রিপোর্ট প্রকাশ করেছে যে, ইত্তর ইতালির আরও একটি শহর, ব্রেসসিয়া। ২০০৯ সালেই জনসমুক্ষে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ ঘোষণা করে।

বোলজানো শহরটি অস্ট্রিয়া সীমান্ত ঘেঁষে পাহাড় বেষ্টিত। যেখানকার ভাষা মূলতঃ জার্মান। জার্মানরা একে সাউথ টাইরল নামে ডেকে থাকে। ২০১৫ সালের অক্টোবরে অল্টো অ্যাডি ওয়েবসাইটে বলা হয়, বোলজানো শহরটিতে ৯০০ পাকিস্তানির বসবাস। পুরো এলাকায় প্রায় ৩০০০ অভিবাসির বসবাস। আফগানি রয়েছে প্রায় ১০০ থেকে ৩০০।