ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

ভালো কাজে বাধা আসবেই: তাপস

আকাশ জাতীয় ডেস্ক:  

ভালো কাজ করতে গেলে বাধা আসবেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনের সময় হাজারীবাগে কালু নগর স্লুইস গেট এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা ওয়াসা থেকে খালগুলো সিটি করপোরেশনকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন প্রতি বুধবার আমি বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার খালগুলোকে আমরা এ মৌসুমেই পরিষ্কার এবং দখলমুক্ত করতে চাচ্ছি। যার ফলশ্রুতিতে গত সপ্তাহে আমরা জিরানী খাল পরিদর্শন করেছি। আজ আদি বুড়িগঙ্গার কালুনগর খাল পরিদর্শন করেছি। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমরা খালগুলো পরিষ্কার করার পাশাপাশি সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করবো। পরবর্তীতে এসব স্থানে আমরা নান্দনিক পরিবেশ তৈরি করবো। আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে, আমরা এখানে হাতিরঝিলের মতো কিংবা তার চেয়েও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই।

খালগুলো দখল উচ্ছেদ করতে কতো সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে ডিএসসিসি মেয়র বলেন, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন ব্যাপক কর্মযজ্ঞ আমাদের গ্রহণ করতে হয়েছে। আমরা বসে নেই প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। আমাদের প্রাথমিক প্রতিকূলতা হলো খালগুলোতে বর্জ্য ফেলে বন্ধ করে দেওয়া হয়, এতে পানির প্রবাহ থাকে না। এজন্য আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পূর্ণ পরিষ্কার এবং যেখানে সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়া প্রয়োজন, সেগুলো করবো। ১০ ফুট উঁচু করে আমরা বেড়া দিচ্ছি যাতে করে আর বর্জ্য ফেলা না যায়। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো, যেন মানুষ বর্জ্য ফেলা থেকে বিরত থাকে এবং বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়।

অবৈধভাবে দখল উচ্ছেদ বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমরা সব ধরনের বর্জ্য অপসারণ করছি। খাল থেকে যেমন বর্জ্য অপসারণ করছি, তেমনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও বর্জ্য অপসারণ করা হচ্ছে। দুর্নীতি মুক্ত করা হচ্ছে, সুতরাং সব পর্যায়ের মানব সৃষ্ট বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে।

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দখলমুক্ত করতে বাধার সম্মুখীন হয়েছিলেন, সুতরাং আগামী দিনের পরিকল্পনা কি জানতে চাইলে ব্যারিস্টার তাপস বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়েই আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আশাবাদী অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

ভালো কাজে বাধা আসবেই: তাপস

আপডেট সময় ০২:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

ভালো কাজ করতে গেলে বাধা আসবেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনের সময় হাজারীবাগে কালু নগর স্লুইস গেট এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা ওয়াসা থেকে খালগুলো সিটি করপোরেশনকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন প্রতি বুধবার আমি বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার খালগুলোকে আমরা এ মৌসুমেই পরিষ্কার এবং দখলমুক্ত করতে চাচ্ছি। যার ফলশ্রুতিতে গত সপ্তাহে আমরা জিরানী খাল পরিদর্শন করেছি। আজ আদি বুড়িগঙ্গার কালুনগর খাল পরিদর্শন করেছি। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমরা খালগুলো পরিষ্কার করার পাশাপাশি সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করবো। পরবর্তীতে এসব স্থানে আমরা নান্দনিক পরিবেশ তৈরি করবো। আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে, আমরা এখানে হাতিরঝিলের মতো কিংবা তার চেয়েও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই।

খালগুলো দখল উচ্ছেদ করতে কতো সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে ডিএসসিসি মেয়র বলেন, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন ব্যাপক কর্মযজ্ঞ আমাদের গ্রহণ করতে হয়েছে। আমরা বসে নেই প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। আমাদের প্রাথমিক প্রতিকূলতা হলো খালগুলোতে বর্জ্য ফেলে বন্ধ করে দেওয়া হয়, এতে পানির প্রবাহ থাকে না। এজন্য আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পূর্ণ পরিষ্কার এবং যেখানে সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়া প্রয়োজন, সেগুলো করবো। ১০ ফুট উঁচু করে আমরা বেড়া দিচ্ছি যাতে করে আর বর্জ্য ফেলা না যায়। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো, যেন মানুষ বর্জ্য ফেলা থেকে বিরত থাকে এবং বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়।

অবৈধভাবে দখল উচ্ছেদ বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমরা সব ধরনের বর্জ্য অপসারণ করছি। খাল থেকে যেমন বর্জ্য অপসারণ করছি, তেমনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও বর্জ্য অপসারণ করা হচ্ছে। দুর্নীতি মুক্ত করা হচ্ছে, সুতরাং সব পর্যায়ের মানব সৃষ্ট বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে।

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দখলমুক্ত করতে বাধার সম্মুখীন হয়েছিলেন, সুতরাং আগামী দিনের পরিকল্পনা কি জানতে চাইলে ব্যারিস্টার তাপস বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়েই আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আশাবাদী অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো।