আকাশ জাতীয় ডেস্ক:
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত আদেশের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল নাগাদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে ১১ কোটি টাকার অনিয়মের অভিযোগের তদন্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ইসমাইল হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রাথমিক প্রমাণ পায়।
এই প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করে এবং গত সপ্তাহে উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেয়া হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এখন ওএসডি করা হলো বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























