আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় মসজিদের দান বাক্স টাকা চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে কোন এক সময় কালামপুর পশ্চিম পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের দানবাক্স তালা ভেঙে টাকা চুরি হয়েছে। এই দান বাক্স মানুষ মুক্তহস্তে দান করে থাকেন। প্রতি মাসে একবার করে দান বাক্স খোলা হয়। এবং প্রতিমাসে হাজার হাজার টাকা জমা হয়। মসজিদ কমিটি দানবাক্সের টাকা চুরি হওয়া মসজিদ কমিটি দুঃখপ্রকাশ করেছেন।
মসজিদ কমিটির ক্যাশিয়ার রতন হোসেন জানান, সকাল এসে দেখি মসজিদ দান বাক্স তালা ভেঙে পড়ে রয়েছে। দান বাক্স টাকা পয়সা কিছুই নেই। কালিয়াকৈর থানার তদন্ত ওসি রাজীব চক্রবর্তী জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























