ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেহেশতের সঙ্গী

আকাশ নিউজ ডেস্ক:

ইল্ম শিখে যে অন্যকে শেখাল, সে মাবুদের জ্ঞানকে জীবিত রাখল। যে মাবুদের জ্ঞান জীবিত রাখে, সে জীবিত থাকে।

নবী (সা.) বলেছেন- যে আমাদের জ্ঞান জেনে-বুঝে অন্যকে জানাবে-বোঝাবে, সে আমাদের সঙ্গী হবে বেহেশতের। তোমরা সব সময় শিশুদের যে শিক্ষা দেবে, তা হচ্ছে- লাইলাহা ইল্লাল্লাহ।

আমিরুল মুমিনিন মাওলা আলী বলেন- হে সন্তানগণ! তোমরা সব সময় কোরআন পড়। কোনো সত্যবাদীর কাছে হালাল-হারাম জেনে নেয়া সমগ্র দুনিয়ার সোনা-রুপা জমানোর চেয়ে উত্তম। আল্লাহর রাসূল (সা.) যা করতে বলেছেন- তা করা আর যা নিষেধ করেছেন- তা না করাই হচ্ছে আল্লাহর কাজ।

লেখক : সাংবাদিক ও শিশু সাহিত্যিক

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেহেশতের সঙ্গী

আপডেট সময় ০৭:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

আকাশ নিউজ ডেস্ক:

ইল্ম শিখে যে অন্যকে শেখাল, সে মাবুদের জ্ঞানকে জীবিত রাখল। যে মাবুদের জ্ঞান জীবিত রাখে, সে জীবিত থাকে।

নবী (সা.) বলেছেন- যে আমাদের জ্ঞান জেনে-বুঝে অন্যকে জানাবে-বোঝাবে, সে আমাদের সঙ্গী হবে বেহেশতের। তোমরা সব সময় শিশুদের যে শিক্ষা দেবে, তা হচ্ছে- লাইলাহা ইল্লাল্লাহ।

আমিরুল মুমিনিন মাওলা আলী বলেন- হে সন্তানগণ! তোমরা সব সময় কোরআন পড়। কোনো সত্যবাদীর কাছে হালাল-হারাম জেনে নেয়া সমগ্র দুনিয়ার সোনা-রুপা জমানোর চেয়ে উত্তম। আল্লাহর রাসূল (সা.) যা করতে বলেছেন- তা করা আর যা নিষেধ করেছেন- তা না করাই হচ্ছে আল্লাহর কাজ।

লেখক : সাংবাদিক ও শিশু সাহিত্যিক