আকাশ জাতীয় ডেস্ক:
খাল উদ্ধার ও পুনরুদ্ধারে সবাইকে সচেতন করতে নৌকা নিয়ে খালে নামলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
এসময় খাল পরিষ্কারে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নিজেও অংশ নেন।
এলাকাবাসীদের ব্যবহৃত জিনিস এবং ময়লা আবর্জনা খালে না ফেলার অনুরোধ জানান।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে গোদাবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শনের এক পর্যায়ে নিজেই নৌকা নিয়ে নেমে পড়েন খালে। নৌকায় চড়ে প্রায় ২০০ মিটার দূরে খাল পরিষ্কারে কাজ করা কর্মীদের কাছে যান তিনি।
এসময় নিজেও যন্ত্র নিয়ে পরিচ্ছন্নতায় অংশ নেন। পিঠ চাপড়ে উৎসাহ দেন পরিচ্ছন্নতা কর্মীদের। পাশাপাশি এলাকাবাসীদের সচেতন করতে কথা বলেন তাদের সঙ্গে। অনুরোধ করেন, তারা যেন খালে আবর্জনা না ফেলেন।
এর আগে সাংবাদিকদের ব্রিফ করার সময় আতিক বলেন, এই খাল কি নগরবাসীর ময়লা আবর্জনা, ব্যবহার্য জিনিস ফেলার জন্য? নাকি পানির প্রবাহের জন্য। বিদেশে আমরা দেখি খালের উপর দিয়ে ওয়াটার ট্রান্সপোর্টেশন করা হয়। এই খালে সুয়ারেজের পানি পড়বে, বর্ষার পানি পড়বে। তারপর সেগুলো নদীতে যাবে। কিন্তু এই খাল আমরা জাজিম, টিভি, ফ্রিজ, বালিশ, ডাবের খোসা দিয়ে ভরে রাখি। তাহলে খালগুলো কাজ করবে কীভাবে?
প্রতিটি খালের আশেপাশে থাকা নগরবাসীদের খালের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।
তিনি বলেন, আমি নগরবাসীদের বলব যেন তারা এগিয়ে আসেন। কেউ একজন ১০০ গজ খালের দায়িত্ব নিক যে তার অংশের খালে কোনো আবর্জনা পড়বে না। সেই অংশ দখল হবে না। এভাবে খাল দখল হবে না আর উদ্ধার হওয়া খাল পরিষ্কার থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 




















