ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প আত্মসাৎ: ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার

ছাত্রাবাসে নববধূ গণধর্ষণ: ৩ ছাত্রলীগ নেতা ৫ দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মাহবুবুর রহমান রনিসহ তিন ছাত্রলীগ নেতার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট মহানগর হাকিম-২ আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তায় এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও আইনুদ্দিনকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

এসব তথ্য নিশ্চিত করেছেন শুনানিতে উপস্থিত আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ওই নববধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি গ্রেফতার হয়েছেন। বাকি আছেন শুধু তারেকুল ইসলাম তারেক। সন্দেহভাজন দুজনসহ মামলায় মোট সাতজন গ্রেফতার হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল

ছাত্রাবাসে নববধূ গণধর্ষণ: ৩ ছাত্রলীগ নেতা ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০১:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মাহবুবুর রহমান রনিসহ তিন ছাত্রলীগ নেতার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট মহানগর হাকিম-২ আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তায় এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও আইনুদ্দিনকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

এসব তথ্য নিশ্চিত করেছেন শুনানিতে উপস্থিত আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ওই নববধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি গ্রেফতার হয়েছেন। বাকি আছেন শুধু তারেকুল ইসলাম তারেক। সন্দেহভাজন দুজনসহ মামলায় মোট সাতজন গ্রেফতার হয়েছেন।