আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক আদেশ সূত্রে এই তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবিরকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তারকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক এবং ঢাকার বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















