ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎ মানি লন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিসের বিরুদ্ধে মামলা আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভাঙচুর করেছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শারীরিক দুর্বলতা নিয়ে গতকাল রবিবার সন্ধ্যায় মোশারফ হোসেনকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এতে তার শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। কিন্তু দীর্ঘ সময় তাকে অক্সিজেন দেওয়া হয়নি। এ অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজনরা জরুরী বিভাগের টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে গোটা হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ওই রোগির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে শরীরে দ্রুত হাইপো ভলিউমিক শক (রক্ত বা পানি স্বল্প কমে যাওয়া) প্রাপ্ত হন। এতে তিনি মারা যান। এখন কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মারা যাওয়ার পর স্বজনেরা লাশ নিয়ে যায়। এর আধাঘন্টা পর কিছু অজ্ঞাত ব্যক্তি জরুরি বিভাগে তান্ডব চালায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান,রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে এটা শুনেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৫:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভাঙচুর করেছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শারীরিক দুর্বলতা নিয়ে গতকাল রবিবার সন্ধ্যায় মোশারফ হোসেনকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এতে তার শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। কিন্তু দীর্ঘ সময় তাকে অক্সিজেন দেওয়া হয়নি। এ অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজনরা জরুরী বিভাগের টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে গোটা হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ওই রোগির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে শরীরে দ্রুত হাইপো ভলিউমিক শক (রক্ত বা পানি স্বল্প কমে যাওয়া) প্রাপ্ত হন। এতে তিনি মারা যান। এখন কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মারা যাওয়ার পর স্বজনেরা লাশ নিয়ে যায়। এর আধাঘন্টা পর কিছু অজ্ঞাত ব্যক্তি জরুরি বিভাগে তান্ডব চালায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান,রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে এটা শুনেছি।