আকাশ জাতীয় ডেস্ক:
ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
রোববার বিকাল ৫টা ১০ মিনিটে বনানীর নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার এবং আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ফেনী জেলার সাবেক কমান্ডার আবদুল মোতালেব, পরশুরাম উপজেলার সাবেক কমান্ডার হুমায়ুন শাহরিয়ার প্রমুখ।
রোববার বাদ এশা রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় ফেনীর পরশুরাম পৌরসভার গুথুমায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















