অাকাশ বিনোদন ডেস্ক:
আর্থিকভাবে অস্বচ্ছল সহকর্মীদের জন্য দুটি কোরবানির গরু কিনেছেন অভিনেত্রী পরীমণি। গতবছরের ঈদেও এফডিসিতে গরু কোরবানি দিয়ে মাংস দরিদ্র সহকর্মীদের বিলিয়ে দিয়ে ছিলেন পরীমণি।
গত বছর একটি গরু কোরবানি দিয়েছিলেন তিনি। পরীমণি বলেন, ‘এফডিসি আমার দ্বিতীয় পরিবার।আমি কখনোই একে ভিন্ন কোনও প্রতিষ্ঠান মনে করিনি। বরাবরই আপন মনে হয়েছে সবাইকে। পরীমণি যোগ করেন, মানুষের মুখে হাসি দেখতে আমার খুব ভালো লাগে। ঈদের দিন কেউ আনন্দ করবে, কেউ মন খারাপ করে বসে থাকবে, এটা হয় না। আমি সবার দুঃখ হয়ত দূর করতে পারবো না। কিন্তু যাদের সঙ্গে কাজ করি তাদের দুঃখ দুর করার চেষ্ট করি। এটা তারই অংশ।
আকাশ নিউজ ডেস্ক 
























