ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’ জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

যুক্তরাজ্যে আটকে পড়া ১৫৩ বাংলাদেশি ফিরছেন

আকাশ জাতীয় ডেস্ক: 

বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে শনিবার (১৩ জুন) দেশে ফিরছেন যুক্তরাজ্যে আটকে পড়া ১৫৩ বাংলাদেশি। লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় এটি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন ও বাংলাদেশ সরকারের নির্দেশনায় ওই বাংলাদেশিদের দেশে আনা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের বিদায় জানান। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ীই লন্ডনের বাংলাদেশ হাই কমিশন দু’টি প্রত্যাবসন ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

হাইকমিশনার এ জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইটটি মূলত ইতালি প্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে রোমে আসে। সেখান থেকেই এটির ঢাকায় ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে বাংলাদেশ সরকার বিমানটিকে রি-রুট করে হিথ্রো হয়ে যাওয়ার নির্দেশনা দেয়।

হাইকমিশনার ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথ্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহযোগিতা করায় বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভয়াবহ এই করোনা মহামারীর দুঃসময়ে লকডাউনের মধ্যেও লন্ডন মিশন আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সাফল্যের সঙ্গে দু’টি প্রত্যাবসন ফ্লাইটের ব্যবস্থা করেছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের করোনা মহামারীর কারণে উদ্ভূত বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

এর আগে গত ১০ মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে প্রথমবারের মতো যুক্তরাজ্যে আটকে পড়া শতাধিক বাংলাদেশি দেশে ফেরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

যুক্তরাজ্যে আটকে পড়া ১৫৩ বাংলাদেশি ফিরছেন

আপডেট সময় ০৬:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে শনিবার (১৩ জুন) দেশে ফিরছেন যুক্তরাজ্যে আটকে পড়া ১৫৩ বাংলাদেশি। লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় এটি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন ও বাংলাদেশ সরকারের নির্দেশনায় ওই বাংলাদেশিদের দেশে আনা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের বিদায় জানান। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ীই লন্ডনের বাংলাদেশ হাই কমিশন দু’টি প্রত্যাবসন ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

হাইকমিশনার এ জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইটটি মূলত ইতালি প্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে রোমে আসে। সেখান থেকেই এটির ঢাকায় ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে বাংলাদেশ সরকার বিমানটিকে রি-রুট করে হিথ্রো হয়ে যাওয়ার নির্দেশনা দেয়।

হাইকমিশনার ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথ্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহযোগিতা করায় বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভয়াবহ এই করোনা মহামারীর দুঃসময়ে লকডাউনের মধ্যেও লন্ডন মিশন আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সাফল্যের সঙ্গে দু’টি প্রত্যাবসন ফ্লাইটের ব্যবস্থা করেছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের করোনা মহামারীর কারণে উদ্ভূত বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

এর আগে গত ১০ মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে প্রথমবারের মতো যুক্তরাজ্যে আটকে পড়া শতাধিক বাংলাদেশি দেশে ফেরেন।