আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাসে প্রাদুর্ভাবের মধ্যেই ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক। এটি থাই নাগরিকদের দেশে ফেরার তৃতীয় ফ্লাইট।ঢাকাস্থ থাই হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা যায়। এক বার্তায় হাইকমিশন জানায়, শনিবার বেলা ১১টায় থাই লিয়ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ১৫৪ থাই নাগরিক।
ফ্লাইটি থাই নাগরিকদের নিয়ে বেলা আড়াইটার পর ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করার কথা।
বার্তায়, থাই নাগরিকদের দেশে ফেরায় সহযোগিতা করায় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমান কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।
করোনায় এর আগে দুইটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩২ জন থাই নাগরিক। প্রথম বিশেষ ফ্লাইটি গত ১৭ এপ্রিল ৩৫ জন থাই নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ফ্লাইটে গত ১৪ মে ১৯৭ জন থাই নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















