আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের কারণে পুরো দেশে বিরাজ করছে টালমাটাল অবস্থা। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দেশের খ্যাতনামা ক্রীড়াবিদরা নিজেদের স্মৃতি বিজড়িত ক্রীড়া স্মারক তুলছেন নিলামে। এবার নিলামে উঠছে নব্বইয়ের দশক কাঁপানো বাংলাদেশের ফুটবলার প্রয়াত মোনেম মুন্নার একটি জার্সি।
আজ (শনিবার) রাত এগারোটায় ‘অকশন ফর অ্যাকশন’ এর ফেসবুক পেজ থেকে নিলাম করা হবে। জার্সিটির ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা। বিষয়টি ‘অকশন ফর অ্যাকশন’ এর ফেসবুক পেইজে নির্দিষ্ট করা হয়েছে।
মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম বলেছেন, ‘খুব যত্ন করে রেখে দিয়েছিলাম জার্সিটি। মুন্নার কথা মনে পড়লেই দেখতাম। দুস্থ মানুষদের সহায়তার লক্ষ্যে জার্সিটি নিলামের জন্য দিয়েছি। এখান থেকে আমার কিছু চাওয়ার নেই। আমি শুধু চাই আমার স্বামী মুন্নার সম্মান যেন থাকে। জার্সি বিক্রির পুরো অর্থই প্রদান করা হবে দুস্থদের সহায়তায়।’
মাত্র ৩৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে বিদায় নেন জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার। বিদায়ের আগে অবশ্য উপহার দিয়েছেন এক বর্ণিল ক্যারিয়ারের।
১৯৮৬ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে সিনিয়র লেভেলের ক্যারিয়ার শুরু। একই বছর বাংলাদেশের জার্সি গায়ে জড়ান ১৮ বছর বয়সী মুন্না। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
তারকা বনে যাওয়া এই ডিফেন্ডার পরের বছর আবাহনীতে যোগ দেন। ১৯৯১-৯২ মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলেও মাঠ মাতিয়েছেন। কলকাতার ইস্টবেঙ্গলের খেলেন কিং ব্যাক খ্যাত এই তারকা। ১৯৯৭ সালে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। দুটি কিডনি নষ্ট হয়ে ২০০৫ দেশের ফুটবল ইতিহাসের সেরা এই ডিফেন্ডারের মৃত্যু হয়।
১৯৯৫ সালে চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শিরোপা লাভ করে বাংলাদেশ। মিয়ানমারে আয়োজিত ওই টুর্নামেন্টে খেলা মুন্নার জার্সি নিলামে তোলার কথা ছিল।
যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় পরিবর্তন হয়েছে। ১৯৮৯ সালে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ডকাপে বাংলাদেশ লাল দলের হয়ে খেলেছিলেন মুন্না। চ্যাম্পিয়ন দলের সদস্যের স্মৃতিবিজড়িত জার্সিটি তোলা হচ্ছে নিলামে।
আকাশ নিউজ ডেস্ক 























