আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, করোনাভাইরাসের এ কঠিন পরিস্থিতিটা একটা ভয়ঙ্কর। এবং কঠিন উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী আরও বলেন, টেস্ট ম্যাচে বল যখন সিম করে এবং স্পিনাররাও উইকেট থেকে সহায়তা যায় তখন ব্যাটসম্যানকে সাবধানে খুব সতর্কতার সঙ্গে খেলতে হয়, একটুও ভুল করলে চলবে না এবং টেস্ট ম্যাচটা একি সঙ্গে আমাদের জিততে হবে।
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, বর্তমান পরিস্থিতি দেখে আমি খুবই হতাশ। বাইরে কত মানুষ সমস্যায় ভুগছেন। আমরা এখনও সংগ্রাম করছি এই মহামারীকে সামলাতে হবে। বিশ্বজুড়ে এমন পরিস্থিতি আমাকে উদ্বিগ্ন রেখেছে। আমরা এর জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না।
আকাশ নিউজ ডেস্ক 
























