ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মাস্ক পরেন নাই কেন জিজ্ঞাসা করায় চেয়ারম্যানের বাড়িতে হামলা

আকাশ জাতীয় ডেস্ক:

মুখে মাস্ক পরাকে কেন্দ্র করে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের পাশের গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন ঢালী ও তার ভাইদের বিরুদ্ধে।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

আহতরা হলেন- সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আমিন (৬৯), তার স্ত্রী মমতাজ বেগম (৬০), ছেলে আজিজুর রহমান রাব্বি আমিন (৩২) ও ভাতিজা চৈতন আমিন (১৮)। তারা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহত ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিন ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের কাইচকুড়ি গ্রামের গিয়াস উদ্দিন ঢালী ডামুড্যা উপজেলার সিড্যা আমিন বাজারে কলা বিক্রি করতে আসেন। তখন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের ছেলে আজিজুর রহমান রাব্বি আমিন গিয়াস উদ্দিন ঢালীকে বলেন আপনার মাস্ক কোথায়? আপনি মাস্ক পরেন নাই কেন? এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বেশ কিছু সময় চলে এ বাগবিতণ্ডা। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাজার ব্যবসায়ীরা বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু রাত সাড়ে ৮টার দিকে গিয়াস উদ্দিন ঢালী (৬০) ক্ষিপ্ত হয়ে তার ভাই আনিছুদ্দিন ঢালী (৭০), বিল্লাল ঢালী (৫৫), বাসার ঢালীসহ (৫২) ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের বাড়িতে হামলা চালায়। হামলায় ইউপি চেয়ারম্যান, তার স্ত্রী, ছেলে ও ভাতিজা আহত হন। স্থানীয়রা তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

আহত আজিজুর রহমান রাব্বি আমিন বলেন, প্রতিদিন আমি সিড্যা আমিন বাজার ও এলাকায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং ও মাস্ক পরতে বলি। কিন্তু সোমবার সকালে পাশের গ্রামের গিয়াস উদ্দিন ঢালী আমিন বাজারে কলা বিক্রি করতে আসলে মাস্ক না পরায় তাকে জিজ্ঞেস করি আপনার মাস্ক কোথায়? আপনি মাস্ক পরেন নাই কেন? বলার সঙ্গে সঙ্গে আমাকে বকা দেন গিয়াস উদ্দিন। আবার রাতে ৫০-৬০ জন লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমাদের চারজনকে আহত করে। আমাদের ঘর কোপায় ও লুট করে। আমরা চিকিৎসা নিচ্ছি তাই মামলা করতে থানায় যেতে দেরি হচ্ছে। আজ (মঙ্গলবার) মামলা করবো। আমি এ হামলার বিচার চাই।

এদিকে, গিয়াস উদ্দিন ঢালীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার খোঁজ মিলেনি। ঘটনার পর থেকে পরিবার নিয়ে বাড়ি থেকে পালিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমিন ও তার পরিবারের লোকজনের ওপর হামলা হয়েছে। বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মাস্ক পরেন নাই কেন জিজ্ঞাসা করায় চেয়ারম্যানের বাড়িতে হামলা

আপডেট সময় ০৯:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

মুখে মাস্ক পরাকে কেন্দ্র করে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের পাশের গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন ঢালী ও তার ভাইদের বিরুদ্ধে।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

আহতরা হলেন- সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আমিন (৬৯), তার স্ত্রী মমতাজ বেগম (৬০), ছেলে আজিজুর রহমান রাব্বি আমিন (৩২) ও ভাতিজা চৈতন আমিন (১৮)। তারা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহত ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিন ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের কাইচকুড়ি গ্রামের গিয়াস উদ্দিন ঢালী ডামুড্যা উপজেলার সিড্যা আমিন বাজারে কলা বিক্রি করতে আসেন। তখন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের ছেলে আজিজুর রহমান রাব্বি আমিন গিয়াস উদ্দিন ঢালীকে বলেন আপনার মাস্ক কোথায়? আপনি মাস্ক পরেন নাই কেন? এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বেশ কিছু সময় চলে এ বাগবিতণ্ডা। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাজার ব্যবসায়ীরা বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু রাত সাড়ে ৮টার দিকে গিয়াস উদ্দিন ঢালী (৬০) ক্ষিপ্ত হয়ে তার ভাই আনিছুদ্দিন ঢালী (৭০), বিল্লাল ঢালী (৫৫), বাসার ঢালীসহ (৫২) ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের বাড়িতে হামলা চালায়। হামলায় ইউপি চেয়ারম্যান, তার স্ত্রী, ছেলে ও ভাতিজা আহত হন। স্থানীয়রা তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

আহত আজিজুর রহমান রাব্বি আমিন বলেন, প্রতিদিন আমি সিড্যা আমিন বাজার ও এলাকায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং ও মাস্ক পরতে বলি। কিন্তু সোমবার সকালে পাশের গ্রামের গিয়াস উদ্দিন ঢালী আমিন বাজারে কলা বিক্রি করতে আসলে মাস্ক না পরায় তাকে জিজ্ঞেস করি আপনার মাস্ক কোথায়? আপনি মাস্ক পরেন নাই কেন? বলার সঙ্গে সঙ্গে আমাকে বকা দেন গিয়াস উদ্দিন। আবার রাতে ৫০-৬০ জন লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমাদের চারজনকে আহত করে। আমাদের ঘর কোপায় ও লুট করে। আমরা চিকিৎসা নিচ্ছি তাই মামলা করতে থানায় যেতে দেরি হচ্ছে। আজ (মঙ্গলবার) মামলা করবো। আমি এ হামলার বিচার চাই।

এদিকে, গিয়াস উদ্দিন ঢালীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার খোঁজ মিলেনি। ঘটনার পর থেকে পরিবার নিয়ে বাড়ি থেকে পালিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমিন ও তার পরিবারের লোকজনের ওপর হামলা হয়েছে। বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।