ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

রামোসের লালকার্ড-রেকর্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লালকার্ড দেখায় নেতিবাচক এক রেকর্ড গড়লেন সার্জিও রামোস। স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার রেকর্ড এখন রিয়াল মাদ্রিদের অধিনায়কের। রোববার লা-লিগায় নতদুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ৫৩ মিনিটে দেপোর্তিভো লা করুনার ডিফেন্ডার ফ্যাবিয়ানের মুখে হাত দিয়ে ধাক্কা মারায় প্রথম হলুদ কার্ড দেখেন রামোস। এরপর ম্যাচের শেষ দিকে একটি বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে হেডের জন্য লাফিয়ে ওঠের রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠেন দেপোর্তিভোর বোরজা ভ্যালে। এ সময় রামোসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যালে। এতে রামোসকে রেফারি আরেকবার হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় তাকে।

স্প্যানিশ লা-লিগায় এই নিযে তিনি ১৮ বারের মতো লালকার্ড দেখলেন। গত মৌসুমে রামোস দুইবার লালাকর্ড দেখেন। এর সর্বশেষটি ছিল এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। আর এবার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এমন ঘটনার শিকার হলেন তিনি।

লা লিগার ইতিহাসে রামোস ছাড়া সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার ঘটনা আছে আরো দু’জনের। তারা হলেন পাবলো আলফারো ও জাভি আগুয়াদো। তারা দু’জনই জারাগোজার হয়ে এই নেতিবাচক রেকর্ড গড়েন। আলফারো ২০০৭ ও আগুয়াদো ২০০৩ সালে অবসরে যান। মজার কথা হলো, ১৮ কার্ড দেখা এই তিন খেলোয়াড়ই স্পেনের এবং সেন্টার ডিফেন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

রামোসের লালকার্ড-রেকর্ড

আপডেট সময় ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লালকার্ড দেখায় নেতিবাচক এক রেকর্ড গড়লেন সার্জিও রামোস। স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার রেকর্ড এখন রিয়াল মাদ্রিদের অধিনায়কের। রোববার লা-লিগায় নতদুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ৫৩ মিনিটে দেপোর্তিভো লা করুনার ডিফেন্ডার ফ্যাবিয়ানের মুখে হাত দিয়ে ধাক্কা মারায় প্রথম হলুদ কার্ড দেখেন রামোস। এরপর ম্যাচের শেষ দিকে একটি বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে হেডের জন্য লাফিয়ে ওঠের রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠেন দেপোর্তিভোর বোরজা ভ্যালে। এ সময় রামোসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যালে। এতে রামোসকে রেফারি আরেকবার হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় তাকে।

স্প্যানিশ লা-লিগায় এই নিযে তিনি ১৮ বারের মতো লালকার্ড দেখলেন। গত মৌসুমে রামোস দুইবার লালাকর্ড দেখেন। এর সর্বশেষটি ছিল এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। আর এবার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এমন ঘটনার শিকার হলেন তিনি।

লা লিগার ইতিহাসে রামোস ছাড়া সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার ঘটনা আছে আরো দু’জনের। তারা হলেন পাবলো আলফারো ও জাভি আগুয়াদো। তারা দু’জনই জারাগোজার হয়ে এই নেতিবাচক রেকর্ড গড়েন। আলফারো ২০০৭ ও আগুয়াদো ২০০৩ সালে অবসরে যান। মজার কথা হলো, ১৮ কার্ড দেখা এই তিন খেলোয়াড়ই স্পেনের এবং সেন্টার ডিফেন্ডার।