ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

খেলাপি হলে কৃষি ঋণ মিলবে না

অাকাশ জাতীয় ডেস্ক: 

কৃষি খাতের খেলাপি ধরতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষি খাতের খেলাপি কোনো ব্যক্তি নতুন করে কৃষি ঋণ পাবেন না। এ লক্ষ্যে ব্যাংকগুলোকে শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে এক টাকা থেকে শুরু করে যে কোনো অংকের বকেয়ার তথ্য ক্রেডিট

ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি)রিপোর্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংক সোমবার সন্ধ্যায় এ নির্দেশনা জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঋণখেলাপি যেন কৃষি ঋণ না পান, সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কৃষিক্ষেত্রে খেলাপি ঋণ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বিপুল অঙ্কের এ খেলাপি ঋণের লাগাম টানতেই এ নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের এপ্রিলে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যে কোনো ঋণের ক্ষেত্রে এক টাকা খেলাপি হলেও ওই গ্রাহকের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানানো বাধ্যতামূলক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এ তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হচ্ছে। শুধু ঋণ প্রস্তাব দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপিদের ক্ষেত্রেই নয়, একই অবস্থা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে পরিশোধ না করা ব্যক্তিদের ক্ষেত্রেও। এখন ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে কেউ এক টাকার খেলাপি হলেও সে তথ্য থাকছে সিআইবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাপি হলে কৃষি ঋণ মিলবে না

আপডেট সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

কৃষি খাতের খেলাপি ধরতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষি খাতের খেলাপি কোনো ব্যক্তি নতুন করে কৃষি ঋণ পাবেন না। এ লক্ষ্যে ব্যাংকগুলোকে শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে এক টাকা থেকে শুরু করে যে কোনো অংকের বকেয়ার তথ্য ক্রেডিট

ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি)রিপোর্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংক সোমবার সন্ধ্যায় এ নির্দেশনা জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঋণখেলাপি যেন কৃষি ঋণ না পান, সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কৃষিক্ষেত্রে খেলাপি ঋণ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বিপুল অঙ্কের এ খেলাপি ঋণের লাগাম টানতেই এ নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের এপ্রিলে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যে কোনো ঋণের ক্ষেত্রে এক টাকা খেলাপি হলেও ওই গ্রাহকের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানানো বাধ্যতামূলক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এ তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হচ্ছে। শুধু ঋণ প্রস্তাব দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপিদের ক্ষেত্রেই নয়, একই অবস্থা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে পরিশোধ না করা ব্যক্তিদের ক্ষেত্রেও। এখন ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে কেউ এক টাকার খেলাপি হলেও সে তথ্য থাকছে সিআইবিতে।