অাকাশ জাতীয় ডেস্ক:
আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের পর এবার সময় চেয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে চিঠি দিয়েছে যুক্তফ্রন্ট। চিঠিটি দিয়েছেন ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির কাছে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান।
রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, ‘যুক্তফ্রন্টের নেতারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী।’
‘সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির আধীনে ন্যস্ত। সে হিসাবে নির্বাচনপ্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।’
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংলাপ শুরু হয় গত ১ নভেম্বর। বিএনপিকে নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা জাতীয় ঐক্যফ্রন্ট আলোচনার টেবিলে বসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে।
পরদিন বি. চৌধুরী তার যুক্তফ্রন্টকে নিয়েও যান গণভবনে। কথা বলেন নির্বাচন নিয়ে। তবে ঐক্যফন্ট এই সংলাপের বিষয়ে অসন্তুষ্টি জানালেও বি. চৌধুরী বলেছেন, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা পেলে নির্বাচনে যাবেন তিনি।
ঐক্যফ্রন্ট আবারও বুধবার বসতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এর আগে তারা কথা বলেছে নির্বাচন কমিশনের সঙ্গেও। সংলাপের ফলাফল না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা স্থগিত রাখার অনুরোধ করে।
প্রধান নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছেন, তফসিল পেছানোর কোনো কারণ নেই, বৃহস্পতিবারই তিনি ঘোষণা করবেন। তবে রাজনৈতিক দলগুলো চাইলে পেছানে পারে ভোট, যদিও সেটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে।
এই পরিস্থিতিতে ৭ নভেম্বরের মধ্যে সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ করেছেন বি. চৌধুরী। রাষ্ট্রপতির কাছে তার চিঠিটি গণভবনে পৌঁছে সকাল ১০টায়।
অন্যদিকে সিইসির কাছে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দেন দলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। তিনি ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















