ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ঐক্যফ্রন্টের জনসভা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ড. কামালের নেতৃত্বে সরকারবিরোধী দলগুলো নিয়ে গড়া জোট জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও সাত দফা দাবি আদায় করতে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জনসভায় যোগ দিতে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা আসতে শুরু করেন। দেড়টার আগেই জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।

জনসভা শুরুর আগে সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান বিএনপির সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান, সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। এ সময় জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নায়ক হেলাল খানসহ জাসাসের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত আছেন।

ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে শাহবাগ মোড়, মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসভা ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বেলা দুইটায় শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

ঐক্যফ্রন্টের জনসভা শুরু

আপডেট সময় ০৪:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ড. কামালের নেতৃত্বে সরকারবিরোধী দলগুলো নিয়ে গড়া জোট জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও সাত দফা দাবি আদায় করতে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জনসভায় যোগ দিতে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা আসতে শুরু করেন। দেড়টার আগেই জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।

জনসভা শুরুর আগে সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান বিএনপির সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান, সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। এ সময় জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নায়ক হেলাল খানসহ জাসাসের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত আছেন।

ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে শাহবাগ মোড়, মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসভা ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বেলা দুইটায় শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।