ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বল করতে গেলেই গলা থেকে রক্ত বের হয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ান ক্রিকেটার জন হেস্টিং যখনই বল ডেলিভারি দিতে যান তখনই তার গলা থেকে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসকরা বিভিন্ন-পরীক্ষা নিরীক্ষার করেও রোগ নির্ণয় করতে পারছেন না ডাক্তাররা। যে কারণে বাধ্য হয়েই অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট মাঠ থেকে সরে দাঁড়াতে হলো এ অস্ট্রেলিয়ানকে।

৩২ বছর বয়সী হেস্টিং দেশের হয়ে একটি টেস্ট, ২৯টি ওয়নাডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। গলা থেকে রক্ত পরার সমস্যার কারণে ২০১৭ সালে টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নেন হেস্টিং। আশা ছিল সংক্ষিপ্ত ফর্মেটের খেলা টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার জন্য চুক্তিতে সই করেন। এর আগে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ছিলেন তিনি।

নিজের শারীরিক সমস্যা নিয়ে হেস্টিং জানিয়েছেন, ‘‌গত তিন চার মাস ধরে অত্যন্ত কঠিন সময় কাটছে। যখনই বল করার জন্য তৈরি হচ্ছি, আমার গলা থেকে রক্ত বের হচ্ছে। শরীর সুস্থ না হলে এখন আর বল করা সম্ভব নয়। যা ঘটছে, তাতে আমি আতঙ্কিত। টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাওয়া ইচ্ছা ছিল। কিন্তু সেটা এখন আর অসম্ভব মনে হচ্ছে না।’

৩২ বছর বয়সী এই হেস্টিংয় আরও বলেন, ‘কয়েক বছর আগে একবার সমস্যা হয়েছিল। সেই সময় বছরে একবার কাশির সঙ্গে রক্ত আসত। কিন্তু এখন সেটা ঘন ঘন হচ্ছে। ওজন তোলা, রোয়িং করা ঠিকঠাকই পারছি কিন্তু বল করতে গেলেই সমস্যা হচ্ছে। রোগের প্রভাব দীর্ঘমেয়াদি কিনা, ডাক্তাররা সেটুকুও জানাতে পারেননি। তাই আরও ভয় করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম

বল করতে গেলেই গলা থেকে রক্ত বের হয়

আপডেট সময় ১০:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ান ক্রিকেটার জন হেস্টিং যখনই বল ডেলিভারি দিতে যান তখনই তার গলা থেকে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসকরা বিভিন্ন-পরীক্ষা নিরীক্ষার করেও রোগ নির্ণয় করতে পারছেন না ডাক্তাররা। যে কারণে বাধ্য হয়েই অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট মাঠ থেকে সরে দাঁড়াতে হলো এ অস্ট্রেলিয়ানকে।

৩২ বছর বয়সী হেস্টিং দেশের হয়ে একটি টেস্ট, ২৯টি ওয়নাডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। গলা থেকে রক্ত পরার সমস্যার কারণে ২০১৭ সালে টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নেন হেস্টিং। আশা ছিল সংক্ষিপ্ত ফর্মেটের খেলা টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার জন্য চুক্তিতে সই করেন। এর আগে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ছিলেন তিনি।

নিজের শারীরিক সমস্যা নিয়ে হেস্টিং জানিয়েছেন, ‘‌গত তিন চার মাস ধরে অত্যন্ত কঠিন সময় কাটছে। যখনই বল করার জন্য তৈরি হচ্ছি, আমার গলা থেকে রক্ত বের হচ্ছে। শরীর সুস্থ না হলে এখন আর বল করা সম্ভব নয়। যা ঘটছে, তাতে আমি আতঙ্কিত। টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাওয়া ইচ্ছা ছিল। কিন্তু সেটা এখন আর অসম্ভব মনে হচ্ছে না।’

৩২ বছর বয়সী এই হেস্টিংয় আরও বলেন, ‘কয়েক বছর আগে একবার সমস্যা হয়েছিল। সেই সময় বছরে একবার কাশির সঙ্গে রক্ত আসত। কিন্তু এখন সেটা ঘন ঘন হচ্ছে। ওজন তোলা, রোয়িং করা ঠিকঠাকই পারছি কিন্তু বল করতে গেলেই সমস্যা হচ্ছে। রোগের প্রভাব দীর্ঘমেয়াদি কিনা, ডাক্তাররা সেটুকুও জানাতে পারেননি। তাই আরও ভয় করছে।’