ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে দুই কিশোর আহত আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া ‘চরম অপমান’: শফিকুর রহমান বাংলাদেশি‌দের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস ওমানের শ্রমমন্ত্রীর ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর’ ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

নির্বাচন ঠেকানোর মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন ঠেকানোর মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। আমরা আশা করি, বিএনপি ২০১৪ সালে যে ভুল করেছিল সেই ভুল এবার আর করবে না।

তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর উত্তরবঙ্গে মঙ্গা নেই। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে।

খাদ্যমন্ত্রী বলেন, এখন উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। এটি আরও শক্তিশালী করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে। এ জন্য শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা জরুরি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সেনিটারিয়ান পরিষদ (স্বাসেপ) আয়োজিত ‘খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য আইন ২০১৩’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এসব কথা বলেন।

স্বাসেপ আহ্বায়ক এ এফ জুনায়েদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, স্বাসেপ এর সাংগঠনিক উপদেষ্টা এম খছরু চৌধুরী প্রমুখ।

কামরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরাপদ খাদ্যের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি খুনি চক্র। বিএনপি-জামায়াত, এরশাদ, জিয়াউর রহমান বিভিন্ন সময়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হয়নি। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিল। আবার ২০০৯ সালে এসে আমরা এখন পর্যন্ত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখেছি।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন চাইলে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। কেউ ঠেকাতে পারবে না। কে নির্বাচনে আসল বা কে আসল না, খালেদা জিয়াকে নিয়ে আসল নাকি বাদ দিয়ে আসল এটা ব্যাপার না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নির্বাচন ঠেকানোর মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন ঠেকানোর মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। আমরা আশা করি, বিএনপি ২০১৪ সালে যে ভুল করেছিল সেই ভুল এবার আর করবে না।

তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর উত্তরবঙ্গে মঙ্গা নেই। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে।

খাদ্যমন্ত্রী বলেন, এখন উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। এটি আরও শক্তিশালী করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে। এ জন্য শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা জরুরি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সেনিটারিয়ান পরিষদ (স্বাসেপ) আয়োজিত ‘খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য আইন ২০১৩’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এসব কথা বলেন।

স্বাসেপ আহ্বায়ক এ এফ জুনায়েদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, স্বাসেপ এর সাংগঠনিক উপদেষ্টা এম খছরু চৌধুরী প্রমুখ।

কামরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরাপদ খাদ্যের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি খুনি চক্র। বিএনপি-জামায়াত, এরশাদ, জিয়াউর রহমান বিভিন্ন সময়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হয়নি। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিল। আবার ২০০৯ সালে এসে আমরা এখন পর্যন্ত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখেছি।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন চাইলে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। কেউ ঠেকাতে পারবে না। কে নির্বাচনে আসল বা কে আসল না, খালেদা জিয়াকে নিয়ে আসল নাকি বাদ দিয়ে আসল এটা ব্যাপার না।