ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর

প্রিয়াংকাকে নিয়ে বোমা ফাটালেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক:

প্রায় এক দশক পর ‘ভারত’ ছবির মাধ্যমে বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে অভিনয় করার সুযোগ এসেছিল ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক তারকা প্রিয়াংকা চোপড়ার হাতে। কিন্তু শুটিং শুরুর কিছুদিন আগে হঠাৎই এ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াংকা। তার জায়গায় চলে আসেন ক্যাটরিনা কাইফ।

মাঝে গুঞ্জন উঠেছিল, মার্কিন প্রেমিক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বলেই ‘ভারত’-এর প্রজেক্ট থেকে সরে পড়েছেন নায়িকা। বলিউডের বাতাসে এমন আলোচনাও ভেসে বেড়িয়েছে যে, প্রিয়াংকা নাকি ‘ভারত’ ছবির জন্য সালমান খানের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। সেটা না পাওয়ায়ই সরে পড়েছেন।

তবে কারণ যা-ই হোক, ‘ভারত’ ছাড়ায় প্রিয়াংকার উপর বেশ চটেছিলেন ‘দাবাং’ হিরো সালমান। প্রিয়াংকার সঙ্গে আর কোনওদিন তিনি অভিনয় করবেন না বলে কিছুদিন আগে একটি সাক্ষাতকারে সাফ জানিয়ে দিয়েছিলেন। এমনকী, দাওয়াত পাওয়ার পরেও প্রিয়াংকার আংটি বদলের অনুষ্ঠানে পর্যন্ত তিনি যাননি।

সেই প্রিয়াংকাকে নিয়ে আবারও বোমা ফাটালেন বলিউড ভাইজান সালমান। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘ভারত’ ছবিতে কাজ করার জন্য আমার বোন অর্পিতাকে হাজার বার ফোন করেছেন প্রিয়াংকা। পরিচালক আলি আব্বাস জাফরকেও বার বার বলেছিলেন। কিন্তু হঠাৎই একদিন এসে বলেন, এই ছবিতে তিনি কাজ করতে পারবেন না।’

সালমান বলেন, ‘প্রিয়াংকা তখন জানান, তিনি নাকি বিয়ে করবেন। বিয়ের প্রস্তুতির জন্য চারদিন, বিয়ের জন্য চারদিন, তারপর হানিমুন। ওকে বলেছিলাম, ব্যাপারটা আমরা ম্যানেজ করব। সব মিলিয়ে ওর ৭৪-৮০ দিনের শুটিং ছিল। কিন্তু সে রাজি হয়নি। কী আর করি, আমিও বলে দিলাম, যাও বিয়ে করো।’

বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াংকার উপর সালমান খানের যে কোনও ব্যক্তিগত রাগ নেই, এদিন তিনি সেটা স্পষ্ট করে দেন ভক্তদের। তবে প্রিয়াংকা শেষ মুহূর্তে তার সিদ্ধান্তের কথা না জানিয়ে শুরুতেই জানালে ভালো হতো বলে মনে করেন সালমান।

যাহোক, ‘ভারত’-এ প্রিয়াংকার স্থলাভিষিক্ত এখন ক্যাটরিনা কাইফ। যার বিপরীতে সালমানের সবগুলো ছবিই সুপারহিট। আলি আব্বাস জাফর পরিচালিত এ ছবিতে আরও রয়েছেন টাবু ও হালের উঠতি তারকা দিশা পাটানি। সবকিছু ঠিকঠাক এগোলে ২০১৯ সালে মুক্তি পাবে সালমানের বিগ প্রজেক্ট ‘ভারত’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ বলের ছক্কায় কোয়ালিফায়ারে সিলেট, রংপুরের বিদায়

প্রিয়াংকাকে নিয়ে বোমা ফাটালেন সালমান

আপডেট সময় ০৭:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

প্রায় এক দশক পর ‘ভারত’ ছবির মাধ্যমে বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে অভিনয় করার সুযোগ এসেছিল ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক তারকা প্রিয়াংকা চোপড়ার হাতে। কিন্তু শুটিং শুরুর কিছুদিন আগে হঠাৎই এ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াংকা। তার জায়গায় চলে আসেন ক্যাটরিনা কাইফ।

মাঝে গুঞ্জন উঠেছিল, মার্কিন প্রেমিক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বলেই ‘ভারত’-এর প্রজেক্ট থেকে সরে পড়েছেন নায়িকা। বলিউডের বাতাসে এমন আলোচনাও ভেসে বেড়িয়েছে যে, প্রিয়াংকা নাকি ‘ভারত’ ছবির জন্য সালমান খানের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। সেটা না পাওয়ায়ই সরে পড়েছেন।

তবে কারণ যা-ই হোক, ‘ভারত’ ছাড়ায় প্রিয়াংকার উপর বেশ চটেছিলেন ‘দাবাং’ হিরো সালমান। প্রিয়াংকার সঙ্গে আর কোনওদিন তিনি অভিনয় করবেন না বলে কিছুদিন আগে একটি সাক্ষাতকারে সাফ জানিয়ে দিয়েছিলেন। এমনকী, দাওয়াত পাওয়ার পরেও প্রিয়াংকার আংটি বদলের অনুষ্ঠানে পর্যন্ত তিনি যাননি।

সেই প্রিয়াংকাকে নিয়ে আবারও বোমা ফাটালেন বলিউড ভাইজান সালমান। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘ভারত’ ছবিতে কাজ করার জন্য আমার বোন অর্পিতাকে হাজার বার ফোন করেছেন প্রিয়াংকা। পরিচালক আলি আব্বাস জাফরকেও বার বার বলেছিলেন। কিন্তু হঠাৎই একদিন এসে বলেন, এই ছবিতে তিনি কাজ করতে পারবেন না।’

সালমান বলেন, ‘প্রিয়াংকা তখন জানান, তিনি নাকি বিয়ে করবেন। বিয়ের প্রস্তুতির জন্য চারদিন, বিয়ের জন্য চারদিন, তারপর হানিমুন। ওকে বলেছিলাম, ব্যাপারটা আমরা ম্যানেজ করব। সব মিলিয়ে ওর ৭৪-৮০ দিনের শুটিং ছিল। কিন্তু সে রাজি হয়নি। কী আর করি, আমিও বলে দিলাম, যাও বিয়ে করো।’

বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াংকার উপর সালমান খানের যে কোনও ব্যক্তিগত রাগ নেই, এদিন তিনি সেটা স্পষ্ট করে দেন ভক্তদের। তবে প্রিয়াংকা শেষ মুহূর্তে তার সিদ্ধান্তের কথা না জানিয়ে শুরুতেই জানালে ভালো হতো বলে মনে করেন সালমান।

যাহোক, ‘ভারত’-এ প্রিয়াংকার স্থলাভিষিক্ত এখন ক্যাটরিনা কাইফ। যার বিপরীতে সালমানের সবগুলো ছবিই সুপারহিট। আলি আব্বাস জাফর পরিচালিত এ ছবিতে আরও রয়েছেন টাবু ও হালের উঠতি তারকা দিশা পাটানি। সবকিছু ঠিকঠাক এগোলে ২০১৯ সালে মুক্তি পাবে সালমানের বিগ প্রজেক্ট ‘ভারত’।