অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তান কোনো বিদেশি শক্তির স্বার্থে আর যুদ্ধে জড়াবে না বলে মন্তব্য করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনা শহীদ দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্যই করেন তিনি।
সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পৃথিবীর অন্য কোনও দেশের সেনাবাহিনী এত আত্মত্যাগ করেনি।’
ইমরান খান যুক্তরাষ্ট্রের নাম না বললেও তার এ বক্তব্য ট্রাম্প প্রশাসনের উদ্দেশে বার্তা বহন করে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
আকাশ নিউজ ডেস্ক 



















