অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয়বস্তু রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সঙ্গে দেখা করেছেন। সোমবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে বের হয়ে ১টা ১৮ মিনিটে তিনি সাংবাদিকদের বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।
তিনি আরো বলেন, শনিবার প্রধান বিচারপতির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি প্রধান মন্ত্রীকেও জানানো হয়েছে। আলোচনা চলছে, আলোচনা চলবে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করবো না।
আকাশ নিউজ ডেস্ক 





















