ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি

পারিশ্রমিক কমেছে ঐশ্বরিয়ার

আকাশ বিনোদন ডেস্ক:

ঐশ্বরিয়া রাই বচ্চন এখন বড় পর্দায় নিয়মিত নন। কয়েক বছর পরপর একটি সিনেমা করেন। তবে মেয়ে আরাধ্য হওয়ার পর বিরতি নিয়ে যে কয়টা ছবি করেছেন, কোনোটাই দর্শকের মন জোগাতে পারেনি। এখন তিনি ‘ফ্যানি খান’ ছবি নিয়ে আছেন। তবে এই ছবিতে ঐশ্বরিয়ার পারিশ্রমিকে বড় অঙ্কের কর্তন হবে বলে জানা গেছে।

‘ফ্যানি খান’ ছবির আগের প্রযোজক ছিলেন প্রেরণা অরোরা। কিন্তু তাঁর প্রযোজনা সংস্থা ক্রি আর্জের সঙ্গে পরিচালকের কিছু দ্বন্দ্ব থাকায় তিনি এই প্রকল্প থেকে সরে আসেন। এখন অন্য প্রযোজক ছবিটি প্রযোজনা করছেন। আগে ছবির বাজেট যা ছিল, তাঁ থেকে এখন বাজেটে কিছু পরিবর্তন এসেছে। এমনকি কর্তন করা হবে ঐশ্বরিয়ার পারিশ্রমিকের কিছু অংশ। প্রেরণার সঙ্গে যখন এই ছবিতে কাজের ব্যাপারে ঐশ্বরিয়ার কথা হয়, তখন তিনি পারিশ্রমিক হিসেবে আট কোটি রুপি চেয়েছিলেন। প্রেরণাও সাবেক এই বিশ্বসুন্দরীকে সেই অঙ্কের অর্থ দিতে রাজি হন। কিন্তু এখন তো প্রকল্প থেকেই বাদ পড়েছেন প্রেরণা। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার আগের পারিশ্রমিক থেকে প্রায় ৩০ শতাংশ কর্তন করা হবে। মানে পাঁচ কোটি রুপির বেশি পাবেন না ঐশ্বরিয়া। এমনিতেই এই নায়িকার ছবির আকাল চলছে, তাঁর ওপর আবার পারিশ্রমিক এত কম। এখনো ছবির দুটি গান আর কিছু দৃশ্যের শুটিং বাকি।

ভূষণ কুমার আর ওম প্রকাশ মেহরা প্রযোজিত ‘ফ্যানি খান’ ছবিটি ডমিনিক ডেরুডেরস পরিচালিত ইংরেজি চলচ্চিত্র ‘এভরিবডি ফেমাস’-এর রিমেক। মিউজিক্যাল-কমেডি ধাঁচের এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে। অতুল পরিচালিত ছবিটি একজন ১৭ বছরের উঠতি গায়িকার গল্প নিয়ে। তার বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। তবে অনিল এখানে ঐশ্বরিয়ার নায়ক নন।

অতুল মাঞ্জরেকর পরিচালিত ‘ফ্যানি খান’ ছবিতে অনিল-ঐশ্বরিয়ার জুটিকে ১৮ বছর পর দেখবে বলে আগ্রহী ছিল বলিউড। কিন্তু পরে জানা যায়, এখানে ঐশ্বরিয়ার নায়ক হবেন তাঁর চেয়ে কম বয়সী রাজ কুমার রাও। অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে পর্দায় একসঙ্গে শেষ দেখা যায় ২০০০ সালে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে। এর আগে এই জুটিকে দেখা যায় সুভাষ ঘাইয়ের ‘তাল’ চলচ্চিত্রে। তবে ত্রিভুজ প্রেমের ছবি ‘তাল’-এ অক্ষয় খান্নার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ঐশ্বরিয়ার। অনিল কাপুর এ ছবিতে ছিলেন পার্শ্ব অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

পারিশ্রমিক কমেছে ঐশ্বরিয়ার

আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

ঐশ্বরিয়া রাই বচ্চন এখন বড় পর্দায় নিয়মিত নন। কয়েক বছর পরপর একটি সিনেমা করেন। তবে মেয়ে আরাধ্য হওয়ার পর বিরতি নিয়ে যে কয়টা ছবি করেছেন, কোনোটাই দর্শকের মন জোগাতে পারেনি। এখন তিনি ‘ফ্যানি খান’ ছবি নিয়ে আছেন। তবে এই ছবিতে ঐশ্বরিয়ার পারিশ্রমিকে বড় অঙ্কের কর্তন হবে বলে জানা গেছে।

‘ফ্যানি খান’ ছবির আগের প্রযোজক ছিলেন প্রেরণা অরোরা। কিন্তু তাঁর প্রযোজনা সংস্থা ক্রি আর্জের সঙ্গে পরিচালকের কিছু দ্বন্দ্ব থাকায় তিনি এই প্রকল্প থেকে সরে আসেন। এখন অন্য প্রযোজক ছবিটি প্রযোজনা করছেন। আগে ছবির বাজেট যা ছিল, তাঁ থেকে এখন বাজেটে কিছু পরিবর্তন এসেছে। এমনকি কর্তন করা হবে ঐশ্বরিয়ার পারিশ্রমিকের কিছু অংশ। প্রেরণার সঙ্গে যখন এই ছবিতে কাজের ব্যাপারে ঐশ্বরিয়ার কথা হয়, তখন তিনি পারিশ্রমিক হিসেবে আট কোটি রুপি চেয়েছিলেন। প্রেরণাও সাবেক এই বিশ্বসুন্দরীকে সেই অঙ্কের অর্থ দিতে রাজি হন। কিন্তু এখন তো প্রকল্প থেকেই বাদ পড়েছেন প্রেরণা। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার আগের পারিশ্রমিক থেকে প্রায় ৩০ শতাংশ কর্তন করা হবে। মানে পাঁচ কোটি রুপির বেশি পাবেন না ঐশ্বরিয়া। এমনিতেই এই নায়িকার ছবির আকাল চলছে, তাঁর ওপর আবার পারিশ্রমিক এত কম। এখনো ছবির দুটি গান আর কিছু দৃশ্যের শুটিং বাকি।

ভূষণ কুমার আর ওম প্রকাশ মেহরা প্রযোজিত ‘ফ্যানি খান’ ছবিটি ডমিনিক ডেরুডেরস পরিচালিত ইংরেজি চলচ্চিত্র ‘এভরিবডি ফেমাস’-এর রিমেক। মিউজিক্যাল-কমেডি ধাঁচের এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে। অতুল পরিচালিত ছবিটি একজন ১৭ বছরের উঠতি গায়িকার গল্প নিয়ে। তার বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। তবে অনিল এখানে ঐশ্বরিয়ার নায়ক নন।

অতুল মাঞ্জরেকর পরিচালিত ‘ফ্যানি খান’ ছবিতে অনিল-ঐশ্বরিয়ার জুটিকে ১৮ বছর পর দেখবে বলে আগ্রহী ছিল বলিউড। কিন্তু পরে জানা যায়, এখানে ঐশ্বরিয়ার নায়ক হবেন তাঁর চেয়ে কম বয়সী রাজ কুমার রাও। অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে পর্দায় একসঙ্গে শেষ দেখা যায় ২০০০ সালে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে। এর আগে এই জুটিকে দেখা যায় সুভাষ ঘাইয়ের ‘তাল’ চলচ্চিত্রে। তবে ত্রিভুজ প্রেমের ছবি ‘তাল’-এ অক্ষয় খান্নার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ঐশ্বরিয়ার। অনিল কাপুর এ ছবিতে ছিলেন পার্শ্ব অভিনেতা।