অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। ভারত তার নিজের স্বার্থে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে।
শনিবার বিকালে ঢাকার নবাবগঞ্জের কলাকোপায় ঢাকা জেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনের শাসন ও গণতন্ত্র উদ্ধার করতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমাদের প্রিয় নেত্রীকে কারামুক্ত করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদষ্য ডা. দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস ছালাম আজাদ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















