অাকাশ জাতীয় ডেস্ক:
মাদকবিরোধী অভিযানে সফলতা না আসায় বেনাপোল পোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পোর্ট থানা থেকে তাকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।
বর্তমান সরকার দেশব্যাপী যখন মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে তখন বেনাপোল পোর্ট থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে তেমন একটা সফল ভূমিকা রাখতে পারেনি। আর এ কারণে ওই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
যশোর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি মো. জালাল আহম্মেদ জানান, চলমান মাদকবিরোধী অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের কোনো সফলতা না থাকা এবং অনেক ক্ষেত্রে নমনিয়তা দেখানোর অভিযোগে ওই থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিনকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।
আকাশ নিউজ ডেস্ক 























