অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর শাহজাহানপুর এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম আবদুন নুর মামুন (৩৭)।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত আবদুন নুর মামুনের বড় ভাই আবদুর রহিম দৈনিক আকাশকে বলেন, আজ শনিবার সন্ধ্যায় মামুনের সঙ্গে তার স্ত্রী ঝগড়া হয়। পরে সে ঘরের দরজা বন্ধ করে দেয়।
এরপর তার স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে ঘরের দরজা ভেঙে দেখতে পাই মামুন ঘরের সিলিং ফ্যানের সঙে রশি পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আবদুন নুর মামুন তার পরিবারের সঙ্গে রাজধানীর উত্তর শাহজাহানপুরের ৫৫৪ নম্বর বাড়িতে থাকতেন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শরফুদ্দীনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত মামুনের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























