অাকাশ জাতীয় ডেস্ক:
গত বছরের শেষের দিকে বর্মী সেনাদের অতর্কীত হামলার মুখে মিয়ানমার থেকে বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবসন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক স্বেচ্ছসেবি সংস্থা রেডক্রিসেন্টকেও সরকার পাশে চায় বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০১৮ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণ মানবিক বিপর্যয় উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, ‘এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। সীমিত আয় হওয়া সত্ত্বেও আমরা সাধ্যমতো তাদের সহায়তা করার চেষ্টা করছি।’
মিয়ানমার থেকে পালিয়ে এদেশে আশ্রয় নেয়ার পরপরই রোহিঙ্গাদের সহায়তা সরকারের পাশে এসে দাঁড়ানোয় রেড ক্রিসেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘শুরু থেকেই রেডক্রিসেন্ট সরকারের পাশে থেকে রোহিঙ্গাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরাও তাদের এই ভালো কাজগুলোতে সহায়তা করার চেষ্টা করবো।’
‘মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবসনে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো চাপ প্রয়োগেও রেড ক্রিসেন্টকে পাশে পাব বলে আশা করি।’ অনুষ্ঠানে আন্তর্জাতিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতার পরিচিতি উপস্থিত সবাইকে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) একটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান হেনরি ডুনান্ট এবং গাস্তেভ ময়নিয়ার দ্বারা সুইজারল্যান্ডের জেনেভায় ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত। হেনরী ডুনান্টই মূলত এই সংগঠনটির উদ্যেক্তা। তিনি ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরের রু ভারদেইনি নামক স্থানে জন্মগ্রহণ করেন। যেহেতু জীন হেনরী ডুনান্ট রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং তিনি ৮ মে জন্মগ্রহণ করেন তাই ডুনান্টের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিবছর ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসাবে পালিত হয়ে থাকে।’
‘তিনি ১৮৬২ সালে নভেম্বর মাসে এ মেমোরি অব সলফেরিনো নামক একটি বই রচনা করেন। জীন হেনরী ডুনান্ড ১৯০১ সালে ডিসেম্বর মাসে ১ম নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯১০ সালে ৩০ অক্টোবর ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।’
বক্তব্যের শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















