ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ত্রিভুবন বিমানবন্দরের সবকিছুতেই পুরনো ধারা: বিমানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, নেপালের ত্রিভুবন বিমানবন্দর হাজারো সমস্যায় জর্জরিত। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার, রাডার সবকিছুতেই পুরনো ধারা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আমাদের দেশের মতো ভালোমানের হাসপাতালও নেই বলেও জানান মন্ত্রী।

সোমবার সন্ধ্যায় রাজধানীতে ‘ইউএস-বাংলা এয়ারক্রাপ্ট এক্সিডেন্ট এট ত্রিভুবন এয়ারপোর্ট, কাঠমান্ডু নেপাল অন ১২ মার্চ, ২০১৮ : লেশন লার্নট অ্যান্ড প্রিপারেডনেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাউন্সিল হলে এ বৈঠক হয়।

বিমানমন্ত্রী বলেন, নেপালের চিকিৎসা ব্যবস্থা আধুনিক হলে ওই দুর্ঘটনায় প্রাণহানি কম হতো। তারপরও আমাদের কজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে সক্ষম হয়েছি। এ জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী।

শাহজাহান কামাল আরও বলেন, বাংলাদেশের এভিয়েশন সেক্টর দিনদিন উন্নত হচ্ছে। আমাদের বিমানবন্দরগুলোয় সুপরিসর এয়ারক্রাপ্ট উঠানামা করছে। এটি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণে। এভিয়েশন সেক্টরে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ প্রমুখ।

উল্লেখ্য, ১২ মার্চ ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার ফ্লাইটটি কাঠমান্ডুতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ৭১ আরোহীর মধ্যে ৫১ জনই নিহত হন। এর মধ্যে বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান ও কো-ক্যাপ্টেন পৃথুলা রশিদসহ ২৬ বাংলাদেশি নাগরিক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

ত্রিভুবন বিমানবন্দরের সবকিছুতেই পুরনো ধারা: বিমানমন্ত্রী

আপডেট সময় ০১:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, নেপালের ত্রিভুবন বিমানবন্দর হাজারো সমস্যায় জর্জরিত। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার, রাডার সবকিছুতেই পুরনো ধারা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আমাদের দেশের মতো ভালোমানের হাসপাতালও নেই বলেও জানান মন্ত্রী।

সোমবার সন্ধ্যায় রাজধানীতে ‘ইউএস-বাংলা এয়ারক্রাপ্ট এক্সিডেন্ট এট ত্রিভুবন এয়ারপোর্ট, কাঠমান্ডু নেপাল অন ১২ মার্চ, ২০১৮ : লেশন লার্নট অ্যান্ড প্রিপারেডনেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাউন্সিল হলে এ বৈঠক হয়।

বিমানমন্ত্রী বলেন, নেপালের চিকিৎসা ব্যবস্থা আধুনিক হলে ওই দুর্ঘটনায় প্রাণহানি কম হতো। তারপরও আমাদের কজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে সক্ষম হয়েছি। এ জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী।

শাহজাহান কামাল আরও বলেন, বাংলাদেশের এভিয়েশন সেক্টর দিনদিন উন্নত হচ্ছে। আমাদের বিমানবন্দরগুলোয় সুপরিসর এয়ারক্রাপ্ট উঠানামা করছে। এটি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণে। এভিয়েশন সেক্টরে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ প্রমুখ।

উল্লেখ্য, ১২ মার্চ ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার ফ্লাইটটি কাঠমান্ডুতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ৭১ আরোহীর মধ্যে ৫১ জনই নিহত হন। এর মধ্যে বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান ও কো-ক্যাপ্টেন পৃথুলা রশিদসহ ২৬ বাংলাদেশি নাগরিক ছিলেন।