অাকাশ জাতীয় ডেস্ক:
যানবাহনে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের বা রাস্তায় হাঁটার ক্ষেত্রে পথচারীদের নিয়ম মেনে চলাচল করার আহ্বান জানিয়েছেন। ট্রাফিক আইনের বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য গণমাধ্যমকে অনুরোধও করেছেন তিনি। বলেছেন, গাড়ির বাইরে হাত রাখলে হাত যাবেই।
সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান শেখ হাসিনা।
গণপরিবহন সেক্টরে নৈরাজ্য দূর করতে শৃঙ্খলা ফেরাতে আর চালকদের সাজা বাড়ানোর বিষয়ে সরকারের কী উদ্যোগ থাকবে, তা জানতে চান একজন সাংবাদিক।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দুর্ঘটনা হলে একটা মানুষ মারা যায়, একটা ছেলে হাত বাইরে রাখল, তার হাতটা চলে গেল। একটা মায়ের সাথে একটা শিশু রাস্তা পার হতে গিয়ে একটা মা মারা গেল বা শিশু মারা গেল।
দুর্ঘটনাগুলো যখন ঘটে, তখন আপনারা এটা হিসাব করে দেখেছেন, যে ঘটনা ঘটার জন্য যে পথচারী তার কী ভুল আছে? সে কতটুকু দায়ী আর যে পথচারী সে কতটুকু দায়ী?
সবাই চালকের শাস্তি চাচ্ছেন, খুব ভালো কথা। চালক বেপরোয়া বা চালক ঠিক মত চালাচ্ছে না, তার জন্য দু্র্ঘটনা ঘটবে, এটাও যেমন সত্য, তেমনি এটাও সত্য যে রাস্তায় চলার কিন্তু একটা নিয়ম আছে। কিন্তু সে নিয়মটা আমরা কতজন মানি?
‘গাড়ি যদি বা দিক দিয়ে চলে সেখানে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আপনাকে ডান দিক দিয়ে হাঁটতে হবে, যাতে আপনি দেখতে পারেন।’
‘যখন আপনি রাস্তা পার হবেন, সেটা পার হওয়ার জন্য হয় ফুট ওভারব্রিজ করা আছে, অথবা আন্ডারপাস করা আছে। আপনি কিন্তু ফুটওভার ব্রিজ দিয়েই পার হবেন।’
একটা গাড়ি দ্রুত গতিতে আসছে। হঠাৎ একটা হাত উঁচু করে দাঁড় করিয়েই আপনি দৌড় দিলেন। আপনি এক্সিডেন্ট করলেন। আপনি কাকে দোষ দেবেন? চালকের?’
‘কাজেই যারা পথচারী, তাদের কিন্তু কিছু রুল মানতে হবে। সেখানে আমি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী আছে, তাকে আমি বলব, আমাদের যত বেসরকারি টেলিভিশন আছে, সব কটি আমাদের দেয়া… আমার একটা অনুরোধ আছে, আপনারা কয়েকটা সেকেন্ড বরাদ্দ করেন। রাস্তা পারপারের সময় কী করণীয়, রাস্তা দিয়ে হাঁটার সময় কী করণীয়, সেটা প্রচার করুন।
আকাশ নিউজ ডেস্ক 



















