অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ কর্মী ওমর আলী হত্যায় ১৫ জন ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় এজহারভুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিকে ঘটনার সঙ্গে জড়িত পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের সাতজন নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
একইসঙ্গে উক্ত ঘটনায় স্থানীয় সংসদ সদস্যকে জড়িয়ে কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশে হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (৬ আগষ্ট) রাতে ইউনিয়নের পাঁচপোতা গ্রামের ইউপি সদস্য নাজমুল আলম লিটনসহ ২০/২৫ জন সন্ত্রাসী আওয়ামী লীগ কর্মী ওমর আলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওমর আলীর ছেলে মিজানুর রহমান মিন্টু বাদি হয়ে ঝিকরগাছা থানায় ১৫ জন ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা করেছে। এই মামলার আসামী শার্শা উপজেলার হাড়িখালী গ্রামের শহিদুল খানের ছেলে ফায়সাল খানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল কবীর জানান, হত্যা মামলার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা করা হচ্ছে। গ্রেফতারের স্বার্থে আসামীদের নাম প্রকাশ করেনি পুলিশ।
এ দিকে গতকাল বিকেলে হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামানের বাঁকড়া বাজারস্থ চেম্বারে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক বজলুর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে ৭ জন নেতাকর্মীকে বহিস্কার আদেশ কপি প্রেরণ করেন।
বহিস্কৃতরা হলেন, পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাব, নাজমুল আলম লিটন, মঞ্জুরুল ইসলাম রিপন, স্বপন হোসেন, মাসুম বিল্লাহ, আল-মামুন ও গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এই ঘটনায় কয়েকটি স্থানীয় পত্রিকায় যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির এর নামে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ খান, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন, রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক শানা, যুবলীগ নেতা মফিজুর রহমান, হাসানুজ্জামান, আমিরুল ইসলাম, শিপন হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 



















